১০ হাজার টাকা উপবৃত্তি দেওয়ার খবরে পঞ্চগড় জেলা শহরসহ পাঁচ উপজেলার কম্পিউটারের দোকানে ভিড় করেছিলেন শিক্ষার্থীরা। সার্ভার ক্রুটির কারণে অনলাইনে আবেদন করতে না পারায় শিক্ষার্থীরা দিনভর দোকানে বসে অপেক্ষা করেন। তবে আবেদন করতে প্রয়োজন প্রত্যয়নপত্রের জন্য ৫০-১০০ টাকা নিয়েছে স্কুল ও কলেজ।
এদিকে রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নোটিশ বোর্ডে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র ছাত্রীদের অনুদান প্রদানের অনলাইন আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। ৯৯ পিডিএফ ফাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব ফজলুর রহমান স্বাক্ষরিত স্মারকের চিঠিতে বলা হয়েছে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে কোভিড ১৯ পরিস্থিতি বিবেচনায় প্রতিষ্ঠান, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের বিশেষ অনুদান প্রদানের লক্ষ্যে অনলাইনে আবেদনের সময়সীমা ১৫ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
জেলা শহরের রিয়াজ উদ্দিন মার্কেট, কদমতলা বাজার, সিনেমা হল রোড, পঞ্চগড়-তেতুঁলিয়া মহাসড়কের পাশের কম্পিউটার দোকানগুলোতে শহর ও গ্রামের মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের দীর্ঘ লাইন দেখা যায়। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, একসেবা ডট গভ ডট কম ওয়েবসাইটসহ বিভিন্ন মাধ্যমে খবর পেয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা অনলাইনে আবেদন করতে দোকানগুলোতে ভিড় করেন। গুজব না সঠিক তা কেউ নিশ্চিত করতে না পারলেও এ খবর ছড়িয়ে পড়লে শহরগুলোতে অতিরিক্ত শিক্ষার্থীদের চাপে যানজটের সৃষ্টি হয়।
জেলা শহরের রিয়াজ উদ্দিন মার্কেটের হানিফ কম্পিউটারের মালিক আবু হানিফ জানান, গত এক সপ্তাহ ধরে সার্ভার ত্রুটির সমস্যায় ভুগছি। ছাত্রছাত্রীরা নিবন্ধনের জন্য দোকানে ভিড় করছেন। তারা নিবন্ধনের জন্য একশত করে টাকা ও কাগজপত্র জমা দিয়েছেন।
একই মার্কেটের রনি কম্পিউটারের রশিদুল জানান, নিবন্ধনের শেষ দিন হওয়ায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোকানে শিক্ষার্থীদের ভিড় ছিল। কিন্তু সার্ভারে ঢুকতেই পারছি না। ফলে কারও নিবন্ধন হয়নি। আমার এখানে দেড়শত শিক্ষার্থী টাকা ও কাগজপত্র জমা দিয়েছে।
এই বিভাগের আরও খবর
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়