প্রথমবারের মতো মোংলা বন্দর দিয়ে গার্মেন্টস পণ্য রফতানি শুরু হয়েছে। পদ্মা সেতু হয়ে এসব পণ্য পৌঁছে যায় মোংলা বন্দরে। আর সেখান থেকে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় এসব পণ্য নিয়ে বন্দরের ৮নং জেটি থেকে পোল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেয় পানামার পতাকাবাহী এমভি মার্কস নেসনা জাহাজ।
মোংলা বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, রাজধানীর ফকির অ্যাপারেলস লিমিটেড, উইন্ডি অ্যাপারেলস লিমিটেড, কে. সি. লিনজেরিয়া লিমিটেড, আর্টিস্টিক ডিজাইন লিমিটেড, নিট কনসার্ন লিমিটেড, মেঘনা নিট কম্পোজিট লিমিটেড, শারমিন অ্যাপারেলস লিমিটেডসহ ২৭টি পোশাক কারখানার পণ্য এ জাহাজের মাধ্যমে পোল্যান্ডে পৌঁছবে। এসব পণ্যের মধ্যে রয়েছে শিশুদের পোশাক, জার্সি, কার্ডিগান, টি-শার্ট, ট্রাউজার ইত্যাদি।
সিঅ্যান্ডএফ ও শিপিং এজেন্ট সৈয়দ জাহিদ হোসেন বলেন, চট্টগ্রামে জাহাজের চাপের কারণে অনেক সময় পণ্য খালাস বা বোঝাইয়ে সময়ক্ষেপণ হয়। তবে মোংলা বন্দরে এখন পর্যন্ত সেই চাপ নেই। আশা করি এই চালানের পর আরো অনেক প্রতিষ্ঠান মোংলা বন্দর দিয়ে রফতানিতে আগ্রহী হবেন।
মোংলা বন্দরের পরিচালক (ট্রাফিক) মোস্তফা কামাল বলেন, পদ্মা সেতু চালুর পর এবারই প্রথম কোনো জাহাজ পোশাক খাতের পণ্য নিয়ে বন্দর ছেড়ে গেল। এর আগে হাতেগোনা কয়েকবার অল্প কিছু গার্মেন্টস পণ্য রফতানি হয়েছে। তবে এবারের রফতানির মাধ্যমে বন্দরে যেন এক নতুন যাত্রা শুরু হলো।
বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. লিয়াকত হোসেন বলেন, চলতি বছরের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন হওয়ায় কার্যক্রম বেড়েছে মোংলা বন্দরের। সেতুর কারণে ঢাকা থেকে মোংলা বন্দরের দূরত্ব ১৭০ কিলোমিটারে দাঁড়িয়েছে। সেখানে ঢাকা থেকে চট্টগ্রাম বন্দরের দূরত্ব ২৬০ কিলোমিটার। ঢাকার সঙ্গে দূরত্ব কমে যাওয়ায় সময় ও অর্থ দুয়েরই সাশ্রয় হয়। চাপ না থাকায় এ বন্দরে জাহাজ হ্যান্ডলিং দ্রুত ও নিরাপদে হয়। এর ফলে ব্যবসায়ীদের মধ্যে মোংলা বন্দর দিয়ে আমদানি-রফতানিতে আগ্রহ তৈরি হয়েছে।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়