আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে গিয়ে সিলেট-৩ আসনের সংসদ সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকে অবাঞ্ছিত ঘোষণার হুমকি দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ।
শনিবার (২২ জানুয়ারি) ভিডিওটি ভাইরাল হলে তোলপাড় শুরু হয়। শুক্রবার উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদে নৌকার প্রার্থী আলকাছ আলীর সমর্থনে আয়োজিত সমাবেশে তিনি এ ঘোষণা দেন।
ভিডিওতে দেখা গেছে, শামীম আহমদ বলছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকায় ভোট দিলে মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে আলোচনা করে কোম্পানীগঞ্জের সকল পাথর কোয়ারি খুলে দেওয়া হবে। যদি মন্ত্রী পাথর কোয়ারি খুলে না দেন তাহলে সবাই মিলে মন্ত্রীকে কোম্পানীগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করব।
এ সময় সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিফুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, উপজেলা যুব লীগের যুগ্ম আহবায়ক আব্দুর রহমানসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে শামীম আহমদ বিষয়টি অস্বীকার করেন।
তিনি বলেন, আমি অবাঞ্ছিত করার কথা বলিনি। আমি বলেছি নৌকায় ভোট দিলে উন্নয়ন হবে। তাই আওয়ামী লীগের প্রার্থীকে জয়যুক্ত করতে হবে। ভিডিওতে অবাঞ্ছিত করার বিষয়টি ভাইরাল হয়েছে জানালেও তিনি তা সঠিক নয় বলে দাবি করেছেন।
শনিবার রাত ৮টার দিকে অস্বীকার করলেও দুই ঘণ্টার ব্যবধানে রাত ১০টার দিকে ক্ষমা চেয়ে তিনি ফেসবুকে স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে তিনি লেখেন, আচ্ছালামু আলাইকুম। সম্মানিত কোম্পানীগঞ্জ উপজেলাবাসী আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে, গতকাল নৌকা মার্কার সমর্থনে নির্বাচনী জনসভায় আমার অনিচ্ছায় বক্তব্যে ভুলক্রমে একটি কথা চলে আসছে, এ জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি আপনারা আমার এই ভুল বক্তব্যকে ভুল হিসেবে বিবেচনা করবেন।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়