প্রেমের ফাঁদে বিয়ে, তালাকের পর তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ

ফরিদপুরের সালথা উপজেলায় তরুণীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে ইউপি সদস্যের ছেলে ও তার সহযোগীদের বিরুদ্ধে। শুধু ধর্ষণই নয়, পিটিয়ে তরুণীর মাথাও ফাটিয়ে দিয়েছে তারা। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় গত বৃহস্পতিবার মামলা হলেও রবিবার (২৭ মার্চ) এলাকায় জানাজানি হয়।

মামলার প্রধান অভিযুক্ত যুবকের নাম ফুয়াদ শেখ। সে তরুণীর দ্বিতীয় স্বামী ছিল। সে উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাব গ্রামের ইউপি সদস্য শাহজাহান শেখের ছেলে। প্রেমের ফাঁদে ফেলে বিয়ের কিছুদিন পরই ওই তরুণীকে তালাক দেয় ফুয়াদ। কিন্তু তারপরও তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ করেছে ফুয়াদ। এ ঘটনায় আদালতে ধর্ষণের একটি মামলা করেন ওই তরুণী। তবে মামলার পর আসামিরা তরুণীর পরিবারকে নানাভাবে হুমকি দিচ্ছে।

ধর্ষণের শিকার তরুণীর মা জানান, পাঁচ বছর আগে তার মেয়ের বিয়ে হয়েছিল পার্শ্ববর্তী নগরকান্দার এক ছেলের সঙ্গে। বিয়ের পর তাদের সুখেই সংসার চলছিল। মেয়ের একটি ছেলেসন্তানও রয়েছে। তবে শ্বশুরবাড়ি থেকে মেয়ে যখন তাদের বাড়ি আসতো তখন তাকে নানাভাবে উত্যক্ত করত ফুয়াদ শেখ। একপর্যায়ে মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে সে।

তিনি আরও জানান, দেড় মাস আগে তার মেয়েকে ভুল বুঝিয়ে স্বামীকে তালাক দেয়ায় ফুয়াদ। পরে সে তাকে নিয়ে পালিয়ে বিয়ে করে। মাসখানেক যেতে না যেতেই গত ১০ মার্চ মেয়েকে তালাক দেয় ফুয়াদ। বিষয়টি নিয়ে দুই পরিবারের মধ্যে ঝামেলা চলছিল। এর মধ্যেই ১২ মার্চ মেয়েকে বাড়ির পাশের রাস্তা থেকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় ফুয়াদ ও তার সহযোগী সিংহপ্রতাব গ্রামের সাইদুর রহমান সাহিদ শেখ, জাকির মাতুব্বর, মুরাদ খালাসী ও জাফর শেখ। পরে ফরিদপুর শহরের মহাবিদ্যালয়ের পাশে থাকা জাকিরের বাসায় আটকে রেখে টানা আট দিন ধর্ষণ করে ফুয়াদ। এতে মেয়ে অসুস্থ হয়ে পড়ে। ঘটনাটি নিয়ে মামলা করতে চাইলে ফুয়াদ তার সহযোগীদের বাসায় ডেকে নিয়ে গত ১৯ মার্চ রাতে তাকে মেরে ফেলার ভয় দেখিয়ে দলবদ্ধ ধর্ষণ করে। শুধু ধর্ষণ নয়, তাকে মারধর ও মাথা ফাটিয়ে দিয়ে পরদিন বাড়ির পাশে ফেলে রেখে যায়।

তরুণীর মা জানান, ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে মামলা করেছে তার মেয়ে। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

অভিযুক্ত আসামিদের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাদের পাওয়া যায়নি। তবে অভিযোগ অস্বীকার করে হোতা ফুয়াদ শেখের বাবা ইউপি সদস্য শাহজাহান শেখ বলেন, ঘটনাটি সাজানো। হয়রানি করার জন্য মিথ্যা মামলা দেওয়া হয়েছে।
এই বিভাগের আরও খবর
প্রধান নির্বাচন কমিশনার হলেন নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন নাসির উদ্দীন

ভোরের কাগজ
ঝালকাঠি-১ আসনের সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেফতার

ঝালকাঠি-১ আসনের সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেফতার

জনকণ্ঠ
জয়কে অপহরণ মামলা : জামিন পেলেন সাংবাদিক শফিক রেহমান

জয়কে অপহরণ মামলা : জামিন পেলেন সাংবাদিক শফিক রেহমান

নয়া দিগন্ত
প্রথমবারের মতো সচিবালয়ে ড. ইউনূস

প্রথমবারের মতো সচিবালয়ে ড. ইউনূস

জনকণ্ঠ
গাজীপুরে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

বিডি প্রতিদিন
পালানোর সময় গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র গ্রেপ্তার

পালানোর সময় গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র গ্রেপ্তার

দৈনিক ইত্তেফাক
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া