ফরিদপুরে বিএনপির গণসমাবেশ সড়কে যানবাহন কম, ভ্যান-ইজিবাইক থেকে নামিয়ে দেওয়া হচ্ছে যাত্রীদের

ফরিদপুরে বিএনপির গণসমাবেশের আগে গতকাল শুক্রবার সকাল ছয়টা থেকে জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে আঞ্চলিক বাস, মিনিবাসসহ দূরপাল্লার সব রুটে বাস ধর্মঘট চলছে। এর মধ্যে আজ শনিবার সকাল থেকে ফরিদপুর শহরে যান চলাচল একেবারেই কমে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। হাতে গোনা কিছু ভ্যান, অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল করলেও পুলিশি বাধার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।

আজ সকাল থেকে শহরের রাজবাড়ী রাস্তার মোড়, বদরপুরের মোড়, ভাঙ্গা রাস্তার মোড় ও বাহিরদিয়া সেতু এলাকা ঘুরে দেখা গেছে, পুলিশ তল্লাশিচৌকি বসিয়ে যান চলাচলে বাধা দিচ্ছে। এ সময় ইজিবাইক, ভ্যান, মোটরসাইকেলসহ বিভিন্ন ছোট যান থেকে বিএনপির নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ যাত্রীদেরও নামিয়ে দেওয়া হচ্ছে।

রাজবাড়ী রাস্তার মোড়ে চার বছরের মেয়েকে নিয়ে দাঁড়িয়ে ছিলেন মনোয়ারা বেগম (৩০)। ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ফরিদপুরের সদরপুর উপজেলা থেকে মাগুরা যাচ্ছেন তিনি। মনোয়ারা বলেন, বাস বন্ধের পাশাপাশি সড়কে ইজিবাইকও কম। অনেকক্ষণ অপেক্ষার পর তিনি ইজিবাইক নিয়ে রাজবাড়ী রাস্তার মোড় পর্যন্ত এসেছেন। তবে পুলিশ গাড়ি থেকে নামিয়ে দিয়েছে। এখন হেঁটে সামনে এগিয়ে গাড়ি খোঁজার চেষ্টা করবেন।

ফরিদপুর শহর থেকে ৬ কিলোমিটার দূরে কোমরপুর আবদুল আজিজ ইনস্টিটিউশন মাঠে বিএনপির গণসমাবেশ চলছে। সমাবেশস্থলে যাওয়ার জন্য ভাঙ্গা রাস্তার মোড় ও রাজবাড়ী রাস্তার মোড় অতিক্রম করতে হয়। এ জন্য ওই দুই এলাকায় পুলিশের তৎপরতা বেশি দেখা যাচ্ছে। আবার ফরিদপুর শহরে ঢোকা কিংবা শহর থেকে আশপাশের জেলায় যেতে হলে ওই দুই মোড়ের ব্যবহার করতে হয়। তবে পুলিশের দাবি, সমাবেশস্থলের আশপাশে যানজট ও জনদুর্ভোগ কমাতে এসব এলাকায় যান চলাচল করতে দেওয়া হচ্ছে না।

কোমরপুর ফিলিং স্টেশনের সামনে তিনজন কৃষি শ্রমিকের সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়। ওই তিন শ্রমিক ধান কাটার জন্য মাদারীপুরের শিবচরে গিয়েছিলেন। কাজ শেষে তিন শ্রমিকের মধ্যে মো. নাজির কুষ্টিয়া ফিরে যাচ্ছেন। তাঁর সঙ্গে থাকা জাকির ও ইব্রাহীম রাজশাহী যাবেন। তবে বাস না পেয়ে তাঁরা বিপাকে পড়েছেন। ভেঙে ভেঙে ফরিদপুর এসেছেন তাঁরা। রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে গেলে বাস পাওয়া যাবে বলে শুনেছেন। এখন ইজিবাইকে রাজবাড়ী যাওয়ার চেষ্টা করছেন।
এই বিভাগের আরও খবর
আগামী সপ্তাহে সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা

আগামী সপ্তাহে সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা

বণিক বার্তা
থাইল্যান্ডে সফর দুই দেশের ফলপ্রসূ অংশীদারত্বের নতুন যুগের সূচনা করেছে: প্রধানমন্ত্রী

থাইল্যান্ডে সফর দুই দেশের ফলপ্রসূ অংশীদারত্বের নতুন যুগের সূচনা করেছে: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের ৪ জন গলাচিপার

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের ৪ জন গলাচিপার

নয়া দিগন্ত
চুয়াডাঙ্গায় ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

চুয়াডাঙ্গায় ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

মানবজমিন
চুয়াডাঙ্গায় ৪৩.৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড, ৩৫ বছরে দেশের সর্বোচ্চ

চুয়াডাঙ্গায় ৪৩.৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড, ৩৫ বছরে দেশের সর্বোচ্চ

জাগোনিউজ২৪
ভোটার ছাড়া ভোট চুন ছাড়া পান খাওয়ার মতো: ইসি রাশেদা

ভোটার ছাড়া ভোট চুন ছাড়া পান খাওয়ার মতো: ইসি রাশেদা

জাগোনিউজ২৪
ট্রেন্ডিং
  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া

  • অবিশ্বাস্য কীর্তিতে হাজার রানের ক্লাবে এনামুল বিজয়