ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) ফাইনাল নিশ্চিত করার ম্যাচে ওপেনার শিখর ধাওয়ানের দুর্দান্ত ব্যাটিং ও পেসার রাবাদার বিধ্বংসী বোলিংয়ের সুবাদে দারুণ এক জয় পেয়েছে দিল্লী ক্যাপিটালস। আবুধাবিতে রবিবার রাতে দ্বিতীয় কোয়ালিফায়ারে তারা ১৭ রানে হারিয়েছে প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদকে। এর মাধ্যমে প্রথমবারের মতো প্রতিযোগিতার ফাইনালে উঠেছে দলটি। ফাইনালে তাদের প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স।
শেখ জায়েদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে স্টোইনিজ আর ধাওয়ান মিলে দারুণ সূচনা এনে দেয় দিল্লীকে। ৮.২ ওভারে দুজনের ব্যাট থেকে আসে ৮৬ রান। ২৭ বলে ৩৮ রান করেন স্টোইনিজ। ৫টি বাউন্ডারির সঙ্গে ছক্কার মার ছিল ১টি। ৫০ বলে ৭৮ রান করেন ধাওয়ান। ৬টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কার মার মারেন তিনি। ২০ বলে ২১ রান করেন শ্রেয়াশ আয়ার। শেষ দিকে ২২ বলে ৪২ রানে অপরাজিত ছিলেন শিমরন হেটমায়ার। ৪টি বাউন্ডারি এবং ১টি ছক্কার মার মারেন তিনি। রিশাভ পান্ত ছিলেন ২ রানে অপরাজিত।
এই বিভাগের আরও খবর
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়