ফিফার সিদ্ধান্ত: ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ আবারও হবে

ফিফার ডিসিপ্লিনারি কমিটি গত বছরের সেপ্টেম্বরে বাতিল হওয়া কাতার বিশ্বকাপ বাছাইপর্বের ব্রাজিল ও আর্জেন্টিনা ম্যাচটি আবারও আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।

তদন্তের পর খেলার মাঠে প্রযোজ্য বিধিনিষেধের ক্ষেত্রে প্রয়োগ করা সম্ভব এমন নিয়মের ভিত্তিতে খেলাটি আবারও ফিফা নির্ধারিত তারিখ ও স্থানে মাঠে গড়াবে। সোমবার (১৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফুটবলের সর্ব্বোচ্চ এই সংস্থাটি। খবর ফিফা ডটকমের।

তবে এক্ষেত্রে ফিফা ব্রাজিলকে ৫ লাখ ৫০ হাজার ডলার ও আর্জেন্টিনাকে ২ লাখ ৫০ হাজার ডলার জরিমানা করেছে।

গত বছরের ৫ সেপ্টেম্বর লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। আর্জেন্টিনার চার ফুটবলার করোনা ভাইরাসের বিধিনিষেধ না মেনেই এই ম্যাচে অংশ নিয়েছিল। মূল একাদশে তিনজন ও একজন সাইড বেঞ্চে ছিল। তাই ম্যাচ শুরুর পাঁচ মিনিটের মাথায় ব্রাজিলের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা মাঠে প্রবেশ করে ম্যাচ থামিয়ে দেয়। এরপর রেফারি ম্যাচ স্থগিত ঘোষণা করেন।

স্থগিত হওয়া সেই ম্যাচ আবারও মাঠে গড়াবে বলে সিদ্ধান্ত নিয়েছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি।

তবে এই ম্যাচ আয়োজনের তারিখ ও ভেন্যুর বিষয়ে এখনও কিছু জানায়নি ফিফা। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ম্যাচ আয়োজন করায় দুই দলকেই আর্থিক জরিমানা গুনতে হচ্ছে।

এছাড়া আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনার চার তারকা ফুটবলারকে দুই ম্যাচ করে নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে। মূলত তাদের কারণেই ম্যাচটি বাতিল করা হয়। নিষেধাজ্ঞা পাওয়া চার ফুটবলার হলেন এস্টন ভিলার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস ও এমিলিয়ানো বুয়েন্দিয়া, টটেনহ্যাম হটস্পারের ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো এবং ভিয়া রিয়ালের মিডফিল্ডার জিওভানি লো সেলসো।

মূলত ব্রাজিলে প্রবেশের ক্ষেত্রে ইংল্যান্ড, আফ্রিকা ও ভারত থেকে যাওয়া নাগরিকদের কমপক্ষে ১৪ দিনের কোয়ারাইন্টাইন বাধ্যতামূলক ছিল। আর্জেন্টিনার এই চার ফুটবলার ইংল্যান্ড থেকে গেলেও কোনো কোয়ারেন্টাইন বিধি মানেনি। ম্যাচ শুরুর আগেই ব্রাজিলের স্বাস্থ্য-বিভাগ থেকে বিষয়টি জানানো হলে আর্জেন্টিনা দলও তা মানেনি। যে কারণে ফুটবল ম্যাচটি শুরুর পরেও স্থগিত হয়ে যায়।
এই বিভাগের আরও খবর
অ্যান্টিগার ‘সেই বিভীষিকা’ মাথায় নিয়ে খেলতে নামছে টাইগাররা

অ্যান্টিগার ‘সেই বিভীষিকা’ মাথায় নিয়ে খেলতে নামছে টাইগাররা

জাগোনিউজ২৪
মার্তিনেজের গোলে জয়ে ফিরল আর্জেন্টিনা

মার্তিনেজের গোলে জয়ে ফিরল আর্জেন্টিনা

দৈনিক ইত্তেফাক
তীরের গোলে তরী পার স্পেনের

তীরের গোলে তরী পার স্পেনের

ভোরের কাগজ
অ্যান্টিগায় প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় হাসান মুরাদ

অ্যান্টিগায় প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় হাসান মুরাদ

বণিক বার্তা
সীমিত সংস্করণে ফুল এনার্জি দিতেই টেস্টকে বিদায় ইমরুলের

সীমিত সংস্করণে ফুল এনার্জি দিতেই টেস্টকে বিদায় ইমরুলের

কালের কণ্ঠ
বিসিবি এখন জোড়াতালি দিয়ে চলছে : ক্রীড়া উপদেষ্টা

বিসিবি এখন জোড়াতালি দিয়ে চলছে : ক্রীড়া উপদেষ্টা

জনকণ্ঠ
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া