শিবচরের বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে যাত্রীদের ভিড় যেন কমছেই না। ঢাকা থেকে বাড়ি ফেরা যাত্রীদের যেমন চাপ রয়েছে ফেরিতে ঠিক তেমনিই রাজধানীতে ফেরার তাড়াও দেখা গেছে যাত্রীদের মধ্যে। মঙ্গলবার সকালে শিবচরের বাংলাবাজার ফেরিঘাটে গিয়ে ফেরিতে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। এদিকে যাত্রীদের মধ্যে স্বাস্থ্যবিধি মানার কোন প্রবণতা দেখা যায় নি। ফেরিতে গাদাগাদি করে গায়ের সাথে গা মিশিয়ে দাঁড়িয়ে এবং বসে পদ্মা পার হতে দেখা গেছে।
বিআইডব্লিউটিসি'র বাংলাবাজার ফেরিঘাট সূত্রে জানা গেছে, নৌরুটে রোরো ফেরিসহ ১৪ টি ফেরি চলাচল করছে। ফেরিতে সকাল থেকেই যাত্রীদের উপচে পড়া ভিড় রয়েছে। কঠোর লকডাউনের আগেই যাত্রীদের গন্তব্যে যাওয়ার তাড়াহুড়া রয়েছে। ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার উদ্দেশ্যে যাওয়া যাত্রীদের পাশাপাশি ঢাকাগামী যাত্রীদের ভিড়ও রয়েছে।
সোমবার বিকেলে ভিড় কিছুটা কমলেও ফেরিতে গাদাগাদি অবস্থাতেই পার হতে হয়েছে যাত্রীদের। যাত্রীদের চাপে ফেরিতে যানবাহন পারাপার বিঘিœত হচ্ছে।
ঝুঁকি নিয়ে ফেরিতে উঠা যাত্রী লিমা আক্তার বলেন,'গাজীপুর যাবো। শরীয়তপুর থেকে এসেছি। বেড়াতে গিয়েছিলাম। মঙ্গলবার থেকে লকডাউন। তাই চলে যাচ্ছি। ফেরিটিতে উঠতে না পারলে ঢাকা পৌছাতে দেরি হয়ে যেতো। কারন বাস চলে না। ভেঙে ভেঙে যেতে হবে। তাই ঝুঁকি নিয়ে ফেরিতে উঠেছি।
ফেরিতে উঠতে ব্যর্থ হওয়া ঢাকাগামী যাত্রী মিঠু বলেন,'আরেকটু আগে এলেই উঠতে পারতাম। এই ফেরিতে পার হতে পারলে দেড় ঘন্টা আগেই ঢাকা যেতে পারতাম। ঢাকা থেকে সাভার যেতে হবে। এজন্য তাড়াহুড়া করেছি।'
ঢাকা থেকে আসা গোপালগঞ্জের যাত্রী মো. বাহাদুর বলেন,'লকডাউন কতদিন থাকবে তার নিশ্চয়তা নাই। সামনে কোরবানি। এমনও হতে পারে ঈদ পর্যন্ত লকডাউন! ঢাকায় থেকে কি করবো? আয়রোজগার বন্ধ তাই বাড়িতে যাচ্ছি। বাড়িতে গিয়ে ক্ষেতখামারে দিনমজুরি করলেও পেট চালানো যাবে।'
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়