প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে দীর্ঘ দিন বন্ধ থাকার পর মাঠে ফিরেছে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। দুঃসময় কাটিয়ে এরই মধ্যে ইউরোপে কাপ মাতিয়ে তুলেছে গোটা বিশ্বকে। কিন্তু ফের দুঃসংবাদ।
ইংল্যান্ডে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের প্রকোপ বাড়তে থাকায় ওয়েম্বলির ম্যাচ নিয়ে শঙ্কার কথা জানিয়েছে ইউরোপিয়ান কমিশন।
এক সংবাদ সম্মেলনে এ মতামত তুলে ধরেছেন কমিশনের সহ-সভাপতি মার্গারিটিস সিনাস। ব্রিটিশ প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
করোনার কারণে এক বছর পিছিয়ে ২০২১ এ এসে শুরু হলো ইউরো ২০২০। নানা নিয়ম, বায়োবাবল, স্বাস্থ্যবিধির ঘেরাটোপে বন্দী ফুটবলে প্রাণ ফিরে পেল আন্তর্জাতিক ফুটবল। দেশে দেশে অবস্থা বুঝে দেওয়া হলো সমর্থকদের মাঠে এসে খেলা দেখার অনুমতিও। কিন্তু সেই উত্তেজনায়ও এবার ভাটা পড়ার আশঙ্কা।
নতুন পরিকল্পনা অনুযায়ী দুই সেমি আর ফাইনাল ম্যাচে ৬০ হাজার দর্শককে অনুমতি দেওয়ার পরিকল্পনার কথা জানানো হয়েছিল। কিন্তু ঘোষণার পরই নড়েচড়ে বসেছে ইউরোপীয় কমিশন। ইংল্যান্ডে ক্রমবর্ধমান হারে বাড়তে থাকা ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের অবস্থা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে তারা। পাশাপাশি, এ অবস্থায় ওয়েম্বলির ম্যাচ আয়োজন নিয়েও প্রশ্ন তুলেছে তারা।
ইইউ সহ-সভাপতি মার্গারিটিস সিনাস বলেন, উয়েফার উচিত ম্যাচগুলো নিয়ে আলোচনায় বসা। ওয়েম্বলিতে এ মুহূর্তে এত জনসমাগম হলে তা করোনার অবস্থাকে আরও বিপজ্জনক করে তুলবে। ডেল্টা ভ্যারিয়েন্ট প্রতি মুহূর্তে তার আচরণ বদলাচ্ছে। ইংল্যান্ডের অবস্থাও খুব একটা ভালো না।
শুধু ইউরোপিয়ান কমিশন নয়, করোনার প্রকোপ বাড়তে থাকায় ফাইনাল লন্ডন থেকে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাগি।
আর এখনই এতোটা কঠোর সিদ্ধান্তের দিকে না হেঁটে, ম্যাচগুলো নিয়ে উয়েফাকে নতুন করে ভাবার পরামর্শ দিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল।
তবে, ঘটনায় উদ্বেগ জানিয়ে সরাসরি ব্রিটিশ প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার আহ্বান কমিশনের।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়