সাড়ে ৩ বছর পর ফের আইসিসি টেস্ট ক্রমতালিকার শীর্ষে রবীন্দ্র জাদেজা। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জ্যাসন হোল্ডারকে সরিয়ে টেস্ট র্যাংকিং-এ শীর্ষস্থান দখল করলেন ভারতীয় এই ক্রিকেটার। ২০১৭ সালের আগস্ট মাসের পর এই প্রথমবার টেস্ট ক্রমতালিকার শীর্ষে উঠলেন তিনি।
একটা সময় টেস্ট ক্রিকেটে ব্যাটিংয়ে সমস্যায় পড়লেও গত দু-আড়াই বছরে ব্যাট হাতেও অভাবনীয় পারফরম্যান্স করেছেন তিনি। যারই ফলশ্রুতিতে টেস্ট ক্রিকেটে বিশ্বসেরা অলরাউন্ডারের শিরোপা পেলেন রবীন্দ্র জাদেজা। এই মুহূর্তে তার রেটিং পয়েন্ট ৩৮৬।
এর আগে, আইসিসি টেস্ট তালিকায় শীর্ষে ছিলেন হোল্ডার। তবে সর্বশেষ তালিকায় ২৮ রেটিং পয়েন্ট খুইয়ে তিনি এখন রয়েছেন ৩৮৪ পয়েন্টে। অলরাউন্ডারদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তার রেটিং পয়েন্ট ৩৫৩।
অন্যদিকে, ব্যাটসম্যানদের র্যাংকিং-এ আইসিসির প্রথম ১০ রয়েছেন তিনজন ভারতীয়। অধিনায়ক বিরাট কোহলি ৮১৪ রেটিং পয়েন্ট নিয়ে রয়েছেন চতুর্থ স্থানে। ঋষভ পন্থ রয়েছেন ষষ্ঠ স্থানে। তার রেটিং পয়েন্ট ৭৪৭। একই সংখ্যক রেটিং পয়েন্ট নিয়ে রোহিত শর্মা রয়েছেন সপ্তম স্থানে। ব্যাটসম্যানদের তালিকায় আপাতত শীর্ষে স্টিভ স্মিথ। তার সংগ্রহ ৮৮৬ রেটিং পয়েন্ট।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়