বগুড়ার ধুনটে গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে আট জনকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।
রবিবার (১৯ ডিসেম্বর) গোপালনগর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুর রশিদ সরকার ও সাধারণ সম্পাদক শাহ আলম স্বাক্ষরিতে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে নির্বাচন সংক্রান্ত কারণে জেলায় ৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো।
বহিষ্কৃত আট নেতা হলেন—গোপালনগর ইউনিয়ন আওয়ামী লীগের ১ নম্বর সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান প্রবীণ নেতা গোলাম হোসেন সরকার, আইন বিষয়ক সম্পাদক গোলাম রাব্বানী, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক, ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ শফিকুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু শাহিন এবং ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হবিবর রহমান।
এ বিষয়ে নৌকা প্রতীকের পরাজিত চেয়ারম্যান প্রার্থী শাহ আলম বলেন, এসব নেতা আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে দলের সঙ্গে বেইমানি করেছেন। তারা নৌকা মার্কাকে পরাজিত করতে ব্যাপক ভূমিকা পালন করেছেন। তাই দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম হোসেন সরকার বলেন, বিগত নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। কিন্তু এই নির্বাচনে মনোনয়ন না পেয়ে দলের প্রতি শ্রদ্ধা রেখে এবারের নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তারপরও রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে অবৈধভাবে দল থেকে বহিষ্কারের ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি এ ব্যাপারে দলের সভানেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়