কক্সবাজারের উখিয়া উপজেলায় র্যাবের সাথে গুলি ও পাল্টা গুলির মধ্যে এক ব্যক্তি নিহত হয়েছে। বুধবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জালিয়াপালংয়ে এ ঘটনা ঘটে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। পৃথক এক ঘটনায় ১০ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়েছে। দেশে এই মাদকের এটিই সর্বোচ্চ চালান।
কক্সবাজার র্যাব ১৫-এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ বলেন, মাদক উদ্ধারে গেলে র্যাবের সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় মাদক কারবারিরা। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালালে মাদক কারবারি জাহাঙ্গীর নিহত হন।
অপরদিকে টেকনাফে ১০ কোটি টাকা মূল্যের দু'কেজি ক্রিস্টাল মেথ আইসসহ মো. মুজিব (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে বিজিবি। দেশে এ যাবৎ গ্রেফতার হওয়া অবৈধ ও ক্ষতিকারক মাদকদ্রব্য ক্রিস্টাল মেথ আইসের এটাই সর্বোচ্চ চালান।
গ্রেফতার মো. মুজিব টেকনাফ উপজেলার মিঠাপানির ছড়া এলাকার সোনা মিয়ার ছেলে। বুধবার (২২ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. ফয়সাল হাসান খান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় উপজেলার মিঠাপানিছড়া নামক গ্রামের একটি বাড়িতে ক্রিস্টাল মেথ আইস লুকিয়ে রাখা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে বুধবার দুপুর ১টার দিকে বিজিবির একটি দল সেই বাড়িতে অভিযান চালায়। এ সময় এক ব্যক্তি বাড়িটির পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করেন।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়