বরিশালের সদর উপজেলা নির্বাহীর বাসভবনে হামলার ঘটনায় ইউএনও এবং পুলিশের দায়ের করা মামলায় গ্রেফতার আওয়ামী লীগের ১২ নেতাকর্মীর জামিন হয়েছে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দীর্ঘ শুনানি শেষে ১০ হাজার টাকার বেলবন্ড এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি গোলাম মাসউদ বাবলু ও তালুকার মো. ইউনুসের জিম্মায় তাদের জামিন মঞ্জুর করেন আদালত।
দুপুর সোয়া ১টায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাসুম বিল্লাহ এ আদেশ দেন। আদেশে আরও বলা হয় দুটি মামলায় পুলিশের রিপোর্ট দেওয়া পর্যন্ত তারা জামিনে থাকবেন।
পুলিশের মামলায় জামিন পেয়েছেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ সাইয়েদ আহমেদ মান্না, অলিউল্লাহ, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বাবু, মোয়াজ্জেম হোসেন ফিরোজ, লিটন ঘোষ, রাকিব উল ইসলাম রাকিব, শুভ হাওলাদার, শুভ সাহা, আহমেদ শাহারিয়ার বাবু, শাহিনুল ইসলাম সাহিন, হারুন অর রশিদ, মিরাজ গাজী।
ইউএনও’র মামলায় জামিন পেয়েছেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বাবু, অলিউল্লাহ, মোয়াজ্জেম হোসেন ফিরোজ, শুভ হাওলাদার, শুভ সাহা, আহমেদ শাহারিয়ার বাবু, শাহিনুল ইসলাম সাহিন, হারুন অর রশিদ। এরআগে, দুই মামলায় গত ২৬ আগস্ট অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৯ নেতাকর্মী জামিন পান।
কারান্তরীণ আসামিদের পক্ষে গত ২৯ আগস্ট জামিনের আবেদন করেন আইনজীবী তালুকদার মো. ইউনুস। ওই সময় আদালতের দায়িত্বপ্রাপ্ত বিচারক আনিচুর রহমান তাদের জামিন আবেদন গ্রহণ করে ২ সেপ্টেম্বর শুনানির দিন নির্ধারণ করেন।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়