বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত) করোনা শনাক্ত ও মৃত্যুর সংখ্যা আবার কমেছে। গত ২৪ ঘণ্টায় ৯২০ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। আর এ সময়ে করোনায় একজন এবং করোনার উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে। শনাক্তের হার নেমে হয়েছে ১৬ দশমিক ৫২। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে আজ এসব তথ্য জানা গেছে।
এর আগের ২৪ ঘণ্টায় বিভাগে ৮৩১ জনের নমুনা পরীক্ষায় ১৫৮ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ১৯ দশমিক শূন্য ১। আর করোনায় পাঁচজন ও উপসর্গে তিনজন মারা যান।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া একজন বরিশালের বাসিন্দা। এ নিয়ে বিভাগে করোনায় মোট মৃত মানুষের সংখ্যা ৬৩৭। বিভাগে মৃত্যুহার ১ দশমিক ৪৮। তবে বরগুনায় মৃত্যুহার ২ দশমিক ৪৫।
উপসর্গ নিয়ে মারা যাওয়া তিনজন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। এখন পর্যন্ত উপসর্গ নিয়ে এই হাসপাতালে ৯৩৮ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ১৪ জনের নমুনা পরীক্ষার ফলাফল এখনো পাওয়া যায়নি। গত ২৪ ঘণ্টায় বরিশাল জেলায় ৪৭, পটুয়াখালীতে ২২, ভোলায় ৫৮, পিরোজপুরে ৬, বরগুনায় ১২ ও ঝালকাঠিতে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৪৩ হাজার ১০৩। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩৪ হাজার ৬১৪ জন।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়