রাজধানীতে এক মানববন্ধনে বক্তারা বলেন, অভিন্ন নদী তিস্তার পানি প্রত্যাহারের ব্যবস্থা করছে ভারত। তারা পানি আগ্রাসন চালিয়ে বাংলাদেশকে মরুভূমিতে পরিণত করতে চায়। ভারতের এই উদ্যোগে বাংলাদেশ সরকারের যতটা প্রতিবাদ করার কথা, তা তারা করছে না।
তিস্তা নদীর উজানে দুটি খাল খনন করে ভারতের পশ্চিমবঙ্গ সরকারের একতরফাভাবে পানি প্রত্যাহারের পরিকল্পনার প্রতিবাদে আজ বুধবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন হয়। মানববন্ধনের আয়োজক ভাসানী অনুসারী পরিষদ।
মানববন্ধনে সভাপতির বক্তব্যে পরিষদের সদস্যসচিব হাবিবুর রহমান বলেন, ভারতের পানি আগ্রাসন নীতির কারণে বাংলাদেশের নদীগুলো এখন খাল হয়ে গেছে। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লবণাক্ততা বেড়ে গেছে। এখন নতুন দুটি খাল খনন করে তিস্তা নদীর পানি প্রত্যাহার করা হলে বাংলাদেশের উত্তরাঞ্চলের ছয় লাখ হেক্টর জমি অনাবাদি হয়ে যাবে। বাংলাদেশকে পানিশূন্য, মরুভূমি করতে চায় ভারত। এভাবে পানি নিয়ন্ত্রণ করা হলে ৫০ বছর পর বাংলাদেশ আর বসবাসযোগ্য থাকবে কি না, সেই প্রশ্ন তোলেন তিনি।
সমাবেশে আরও বক্তব্য দেন পরিষদের যুগ্ম আহ্বায়ক বাবুল বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন, আবদুল হাকিম, গণ অধিকার পরিষদের যুগ্ম সদস্যসচিব তারেক রহমান প্রমুখ।
বক্তারা বলেন, দেশে ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এখন পানির অধিকার কেড়ে নিচ্ছে ভারত। তিস্তার পানি প্রত্যাহারের বিষয়ে জোরালো পদক্ষেপ নেওয়ার জন্য মানববন্ধন থেকে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
তিস্তা ব্যারাজ প্রকল্পের আওতায় আরও দুটি খাল খননের বিষয়ে সম্প্রতি ভারতের ইংরেজি দৈনিক দ্য টেলিগ্রাফ একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, পশ্চিমবঙ্গ সরকারের এই পদক্ষেপের আওতায় রাজ্যের জলপাইগুড়ি ও কোচবিহারের আরও অনেক কৃষিজমি সেচের আওতায় আসবে। কিন্তু এই পদক্ষেপ বাংলাদেশকে ক্ষুব্ধ করবে। এতে শুষ্ক মৌসুমে বাংলাদেশ কম পানি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়