জয় নয়, আশা ছিল এক পয়েন্টের। কিন্তু সেই স্বপ্ন পূরুণ হয়নি বাংলাদেশের। ওমানের কাছে হেরে বিশ্বকাপ বাছাই পর্বের মিশন শেষ করেছে লাল সবুজের দল। গোল হজম করতে হয়েছে তিনটি।
কাতারের দোহায় জসিম বিন হামাদ স্টেডিয়ামে মঙ্গলবার ৯ পরিবর্তন এনে খেলতে নামে ওমান। প্রত্যাশিতভাবেই ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচটি তারা জেতে ৩-০ গোলে। প্রথম লেগে ওমানের কাছে ৪-১ গোলে হেরেছিল বাংলাদেশ। আট ম্যাচের ছয়টিতে হেরেছে বাংলাদেশ। দুই ড্রয়ে ২ পয়েন্ট নিয়ে ‘ই’গ্রুপের তলানিতে থেকে বাছাই শেষ করল তারা।
এশিয়ান কাপের বাছাইয়ের পরের ধাপে খেলতে হলে দলকে পেরুতে হবে প্লে-অফের বৈতরণী। ২০১৮ বিশ্বকাপ ও ২০১৯ এশিয়ান কাপের বাছাইয়ে যেটি পেরুতে ব্যর্থ হয়েছিল বাংলাদেশ। সেবার ভুটানের কাছে হেরে ১৬ মাসের জন্য আন্তর্জাতিক ফুটবল থেকে গিয়েছিল নির্বাসনে।
ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৮৪। ওমানের ৮০। ম্যাচেও এর প্রভাব দেখা গেছে স্পষ্ট। শুরু থেকেই রক্ষণ সামলাতে ব্যস্ত থাকতে হয়েছে বাংলাদেশকে। ম্যাচের ২ মিনিটে মোহামেদ মোবারক আল গাফরির শট ঠেকিয়ে দেন আনিসুর রহমান। বলটি মুঠোবন্দী করে নেন বসুন্ধরা কিংসের গোলরক্ষক। ৭ মিনিটে বক্সের সামনে থেকে ফ্রি কিক পায় ওমান। কিন্তু এ যাত্রায় গোল হয়নি।
১৮ মিনিটে প্রথম গোল প্রায় খেয়েই গিয়েছিল বাংলাদেশ। কিন্তু আমজাদ আল হাথরির হেড গোললাইন থেকে ফিরিয়ে দেন মোহাম্মদ ইব্রাহিম। ২২ মিনিটে প্রথম গোলের দেখা পায় ওমান। বাঁ দিক দিয়ে আল হাজরির ক্রস থেকে আলতো টোকায় বল জালে জড়ান মোবারেক আল গাফরি।
বাকি দুই গোল ম্যাচের দ্বিতীয়ার্ধে। ৬১ মিনিটে সতীর্থের কাটব্যাক একজনের পা হয়ে পাওয়ার পর ডি-বক্সে ফাঁকায় থাকা আল হাজরি নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ করেন (২-০)। একটু পর পোস্টে লেগে ফেরে এই ফরোয়ার্ডের আরেকটি প্রচেষ্টা। ৭৩ মিনিটে খালিদ আল হাজরির শট আটকান জিকো।
৮০ মিনিটের গোলে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় বাংলাদেশ। আব্দুল আজিজের পাস ধরে সুলাইমান আল আকবারি ছোট করে বাড়ান আল হাজরিকে। আগে জিকো পোস্ট ছেড়ে বেরিয়ে যাওয়ায় অনায়াসে নিজের দ্বিতীয় গোলটি করেন এই ফরোয়ার্ড (৩-০)। দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে ওমান।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়