বাংলাদেশ থেকে প্রথম তায়কোয়ান্দোয় রেফারির দায়িত্বে রাবি শিক্ষক

বাংলাদেশ থেকে প্রথমবারের মতো আন্তর্জাতিক পরিমণ্ডলে তায়কোয়ান্দো প্রতিযোগিতায় রেফারির দায়িত্ব পালন করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শরীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের খণ্ডকালীন শিক্ষক এবং শরীরচর্চা বিভাগের সহকারী পরিচালক কামরুজ্জামান চঞ্চল। 

ইন্ডিয়া কাপ ওপেন ইন্টারন্যাশনাল তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপে তিনি এ দায়িত্ব পালন করবেন।

আগামীকাল মঙ্গলবার ভারতের গোয়ায় শুরু হওয়া এ প্রতিযোগিতায় ভারত, নেপাল, ভুটান, কেনিয়া ও বাংলাদেশ থেকে প্রায় ৩০০ প্রতিযোগী অংশ নেবেন। ২ জুন আন্তর্জাতিক এ প্রতিযোগিতার পর্দা নামবে।

প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডলে তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপে পরিচালনার দায়িত্ব পাওয়ায় সামাজিকমাধ্যমসহ নানা মহলে প্রশংসায় ভাসছে রাজশাহী বিশ্ববিদ্যালয়।

কথা হয় রেফারির দায়িত্ব পাওয়া রাবির খণ্ডকালীন শিক্ষক কামরুজ্জামান চঞ্চলের সঙ্গে। যুগান্তরকে তিনি বলেন, প্রথম বাংলাদেশি হিসেবে রেফরির দায়িত্ব পালন করতে যাচ্ছি। এ জন্য আমার খুবই গর্ববোধ অনুভব হচ্ছে। ২০০৩ সালে প্রথম স্কলারশিপ কোরিয়ান তাইকোয়ান্দো সেক্টরে আমি অংশ নেই। তার পর ২০০৬ সালে আবারও স্কলারশিপ নিয়ে ছয় মাসের ডিপ্লোমা করেছিলাম। এর পর কোরিয়া ফাউন্ডেশন কর্তৃক ৬ মাসের কোর্স করেছিলাম। আমি যখন কোরিয়াতে পড়াশোনা করেছি, তখন শরীরচর্চার ওপর অনার্স, মাস্টার ডিগ্রি চালু ছিল। তখন আমার মনে হয়েছিল রাবিতেও কেন আমরা পারব না। সেই দেশ থেকে ফিরে এসে ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স সাবজেক্ট খোলা হয়। তায়কোয়ান্দো সিলেবাসের অন্তর্ভুক্ত হয়।

নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, এটা আগে থেকেই অ্যাপলিকেশন করতে হয়। আমিও আবেদন করেছিলাম। সেখান থেকে বাছাই করে তারা আমাকে নিয়োগ প্রদান করেছেন। এর আগে ২০০৩, ২০০৬ ও ২০০৯ সালেও আবেদন করেছিলাম। সে আবেদনের পরিপ্রেক্ষিতে কোরিয়ান কোর্স করার একটা অভিজ্ঞতা থাকতে হবে। আমার এটা ছিল। আর আমি জাতীয় দলের কোচ ছিলাম। এ ছাড়া দেশের ন্যাশনাল রেফারি। সে সুবাদে আমি সুযোগ পেয়েছি।
এই বিভাগের আরও খবর
অ্যান্টিগার ‘সেই বিভীষিকা’ মাথায় নিয়ে খেলতে নামছে টাইগাররা

অ্যান্টিগার ‘সেই বিভীষিকা’ মাথায় নিয়ে খেলতে নামছে টাইগাররা

জাগোনিউজ২৪
মার্তিনেজের গোলে জয়ে ফিরল আর্জেন্টিনা

মার্তিনেজের গোলে জয়ে ফিরল আর্জেন্টিনা

দৈনিক ইত্তেফাক
তীরের গোলে তরী পার স্পেনের

তীরের গোলে তরী পার স্পেনের

ভোরের কাগজ
অ্যান্টিগায় প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় হাসান মুরাদ

অ্যান্টিগায় প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় হাসান মুরাদ

বণিক বার্তা
সীমিত সংস্করণে ফুল এনার্জি দিতেই টেস্টকে বিদায় ইমরুলের

সীমিত সংস্করণে ফুল এনার্জি দিতেই টেস্টকে বিদায় ইমরুলের

কালের কণ্ঠ
বিসিবি এখন জোড়াতালি দিয়ে চলছে : ক্রীড়া উপদেষ্টা

বিসিবি এখন জোড়াতালি দিয়ে চলছে : ক্রীড়া উপদেষ্টা

জনকণ্ঠ
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া