বাগেরহাটে বাসসহ খুলনাগামী সব যান চলাচল বন্ধ

খুলনায় বিএনপির বিভাগীয় ‘তারুণ্যের সমাবেশ’ কেন্দ্র করে বাগেরহাট থেকে খুলনাগামী বাসসহ সব ধরনের অবৈধ যান চলাচল বন্ধ করে দেওয়ার অভিযোগ করেছে দলটি। সোমবার সকাল থেকে সড়কগুলোতে প্রাইভেটকার, মাইক্রোবাস, ইজিবাইক, মাহেন্দ্রাসহ অন্যান্য যানকেও খুলনার দিকে যেতে বাঁধা দেওয়ায় অভিযোগ পাওয়া গেছে।

তবে বাগেরহাট বাস মালিক সমিতি বলছে, মহাসড়কে ইজিবাইক, মাহেন্দ্রা (থ্রি-হুইলার), নসিমনসহ বিভিন্ন অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে তারা ধর্মঘট করছেন। এদিকে হঠাৎ করেই যান চলাচল বন্ধ হওয়াতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

খুলনা যেতে বাগেরহাট বাসস্ট্যান্ডে আসা সিরাজুল ইসলাম নামের এক ব্যক্তি বলেন, আমার এক আত্মীয় অসুস্থ। খুলনার হাসপাতালে ভর্তি। তাকে দেখতে যাব বলে সকালে বাড়ি (চরগ্রাম) থেকে বাসস্ট্যান্ডে আসি। দেড় ঘণ্টা দাঁড়িয়ে থেকেও কোনো বাসে যেতে পারিনি। বাস তো চলছেই না অন্য কোন যানবাহনও যাচ্ছে না। ইজিবাইক, মাহিন্দ্রাও চলতে দিচ্ছে না।

বেলা ১১টার দিকে বাগেরহাট বাসস্ট্যান্ডের সামনে দেখা যায় দুটি মাইক্রোবাস থামিয়ে জিজ্ঞাসাবাদ করছেন কয়েকজন ব্যক্তি। এসময় তাদের হাতে লাঠি দেখা যায়। পরে অবশ্য মাইক্রোবাস দুটিকে যেতে দেওয়া হয়। দুপুর পর্যন্ত বাসস্ট্যান্ড থেকে খুলনামুখী কোন গাড়িই ছেড়ে যায়নি। পিরোজপুর ও বরিশাল থেকেও এই পথে চলাচল করা কোনো বাস বাগেরহাটের ওপর দিয়ে খুলনায় যায়নি।

মোরেলগঞ্জ থেকে খুলনার সমাবেশে যোগ দিতে আসা বাবু শেখ নামের একজন জানান, সাধারণ লোকদেরই যেতে বাধা দিচ্ছে। সমাবেশের কথা শুনলে তো মাইর শুরু করবে। তাই বলেছি ডাক্তার দেখাতে যাচ্ছি। 

বেলা সোয়া এগারোটার দিকে শহরের ভিআইপি মোড় এলাকা দিয়ে যাওয়ার সময় একটি মাইক্রোবাস আটকে চালক ও যাত্রীদের মারধরের ঘটনা ঘটে। 

এ বিষয়ে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, চোর সন্দেহে সাহাপাড়া (ভিআইপি মোড়) এলাকায় কয়েকজনকে আটকে রাখার কথা শুনেছি। তাদের সঙ্গে মাইক্রোও ছিল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যান চলাচল বন্ধ বা কোথাও বাধা দেওয়ার কোন খবর জানা নেই।

বাগেরহাট জেলা যুবদলের সাধারণ সম্পাদক সুজা উদ্দিন মোল্লা সুজন বলেন, আমাদের তারুণ্যের সমাবেশে যাতে নেতাকর্মীরা আসতে না পারে এজন্য সকাল থেকেই বাস বন্ধ করে দেওয়া হয়। তবে গতরাতেই অধিকাংশ নেতাকর্মী কর্মসূচিতে অংশ নিতে খুলনাতে চলে এসেছেন। তবে খুলনায় অনুষ্ঠিত বিএনপির বিভাগীয় সমাবেশের তুলনায় এবার রাস্তাঘাটে বাঁধা ও হামলার ঘটনা অনেক কম ছিল বলেও জানান তিনি।
এই বিভাগের আরও খবর
চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির পূর্বাভাস

চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির পূর্বাভাস

নয়া দিগন্ত
তিন বিদেশি শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে কাজ করেছিল: জিএম কাদের

তিন বিদেশি শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে কাজ করেছিল: জিএম কাদের

মানবজমিন
বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু

ভোরের কাগজ
তাপমাত্রা নিয়ে যে ভয়াবহ দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

তাপমাত্রা নিয়ে যে ভয়াবহ দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

জনকণ্ঠ
উপজেলা নির্বাচনে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হবে: সিইসি

উপজেলা নির্বাচনে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হবে: সিইসি

জনকণ্ঠ
খুলনা বিভাগ ও ৬ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ

খুলনা বিভাগ ও ৬ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ

নয়া দিগন্ত
ট্রেন্ডিং
  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া

  • অবিশ্বাস্য কীর্তিতে হাজার রানের ক্লাবে এনামুল বিজয়