মাদারীপুরে ৬৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত অত্যাধুনিক ১০তলা সরকারি সমন্বিত অফিস ভবন চালু হওয়ার দুই মাস পেরোতেই সামান্য বাতাসে এর বেশ কয়েকটি জানালা ভেঙে গেছে।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাতে সামান্য ঝড়ো বাতাসে ১০তলা ভবনের ষষ্ঠ তলার পূর্বপাশের ব্লকের তিনটি রুমের জানালা ভেঙে পড়ে। এ সময় এই কক্ষগুলোতে থাকা মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাদারীপুর জেলা শাখার কার্যালয়ের কক্ষের কম্পিউটার, ফটোকপির মেশিনসহ বেশ কিছু ইলেকট্রনিক মালামালের ক্ষতি হয়েছে বলে জানা যায়। এ ঘটনায় রোববার সকালে জেলা প্রশসাক বিষয়টি সরেজমিনে পরিদর্শন করে তদন্ত কমিটি করার কথা বলেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাদারীপুর লেকেরপাড়ে গত ১ ডিসেম্বর থেকে সরকারি সমন্বিত অফিস সমূহের জন্য নির্মিত ১০তলা ভবন ২৫টি অফিসের ব্যবহারের জন্য বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দ পাওয়ার পর থেকে এই ভবনে গত তিন মাস ধরেই বরাদ্দ পাওয়া সরকারি অফিসগুলো আসতে শুরু করে। এরই মধ্যে গত ৪ ফেব্রুয়ারি বৃষ্টি ও হালকা বাতাস হওয়ায় ভবনটির ষষ্ঠতলার পূর্বদিকের উত্তরপাশের ৪২ ফুট দৈর্ঘ্য ও ১০ ফুট উচ্চতার জানালার ২৪টি গ্লাস ভেঙে পড়ে।
যে অংশ ভেঙে গেছে সেই অংশের রুমগুলোর হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অফিসের জানালার পাশে থাকা কম্পিউটার, ফটোকপি মেশিনসহ আরো সরঞ্জামাদি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় ত্রুটিপূর্ণভাবে জানালার গ্লাসগুলো স্থাপন করার অভিযোগ উঠলে ঠিকাদার ও গণপূর্ত কর্তৃপক্ষ একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করে।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়