বান্দরবানের থানচিতে নৌকাডুবির ঘটনায় তরুণীর লাশ উদ্ধার, নিখোঁজ আরও দুজন

বান্দরবানের থানচি উপজেলার রেমাক্রী ইউনিয়নের আদাপাড়া এলাকায় সাঙ্গু নদে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় আদাপাড়ার চার কিলোমিটার দূরে নদের ভাটি এলাকায় লংরে খুমি (২১) নামের ওই তরুণীর লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় লোকজন।

এর আগে গতকাল বুধবার সন্ধ্যা ছয়টার দিকে আদাপাড়া এলাকায় সাঙ্গু নদে নৌকা ডুবে নিখোঁজ হন লাংরে খুমি, তাঁর বাবা লামে খুমি (৪৫) ও ছাই অং খুমি (৩০) নামের আরও একজন। নিখোঁজ তিনজনকে উদ্ধারে আজ সকালে অভিযান শুরু করেন থানচি ফায়ার সার্ভিসের সদস্যরা। তাঁদের সঙ্গে স্থানীয় লোকজনও যোগ দেন।

ফায়ার সার্ভিস ও থানচি থানার ওসির সঙ্গে কথা বলে জানা গেছে, দুর্ঘটনাস্থল আদাপাড়া থানচি উপজেলা সদর থেকে ৩০ কিলোমিটার দূরে। দুর্গম এলাকা হওয়ায় দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ শুরু করতে পারেননি। এ জন্য সকালে তাঁরা উদ্ধার তৎপরতা শুরু করেন। তবে এ ঘটনায় এখনো দুজন নিখোঁজ আছেন। তাঁদের উদ্ধারের চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসির আরাফাত প্রথম আলোকে বলেন, রেমাক্রী বাজার থেকে যন্ত্রচালিত ছোট নৌকায় করে ৯ যাত্রী বাড়ি ফিরছিলেন। সন্ধ্যায় আদাপাড়া এলাকায় পৌঁছালে সাঙ্গু নদের প্রবল স্রোতে নৌকাটি ডুবে যায়। এ সময় অংলে খুমি পাড়ার লাবে খুমি, তাঁর মেয়ে লংরে খুমি এবং চয়অং খুমি পাড়ার ছাই অং খুমি নিখোঁজ হন।

একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে থানচির সাংবাদিক মংবোওয়াংচিং মারমা জানিয়েছেন, রেমাক্রী বাজার থেকে নিত্যপ্রয়োজনীয় মালামাল নিয়ে দুই পাড়ার ৯ জন বাড়ি ফিরছিলেন। সাঙ্গু নদে পানি হঠাৎ বেড়ে যাওয়ায় ও নৌকায় ধারণক্ষমতার বেশি লোক থাকায় পাথরের সঙ্গে ধাক্কা লেগে এটি ডুবে যায়। প্রচণ্ড স্রোতে সাঁতার কেটে ছয়জন তীরে উঠতে সক্ষম হলেও তিনজন ভেসে যান।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিন আরফাত বলেন, ঘটনাস্থলে কোনো মুঠোফোনের নেটওয়ার্ক নেই। এ জন্য নৌকাডুবির সংবাদও দেরিতে পায় পুলিশ। রাতে দুর্গম এলাকায় যাওয়া কোনো মতেই সম্ভব নয়। তাই সকালে সেখানে উদ্ধারকাজ চালানো হয়েছে।
এই বিভাগের আরও খবর
চুয়াডাঙ্গায় ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

চুয়াডাঙ্গায় ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

মানবজমিন
চুয়াডাঙ্গায় ৪৩.৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড, ৩৫ বছরে দেশের সর্বোচ্চ

চুয়াডাঙ্গায় ৪৩.৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড, ৩৫ বছরে দেশের সর্বোচ্চ

জাগোনিউজ২৪
ভোটার ছাড়া ভোট চুন ছাড়া পান খাওয়ার মতো: ইসি রাশেদা

ভোটার ছাড়া ভোট চুন ছাড়া পান খাওয়ার মতো: ইসি রাশেদা

জাগোনিউজ২৪
দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

জনকণ্ঠ
চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির পূর্বাভাস

চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির পূর্বাভাস

নয়া দিগন্ত
তিন বিদেশি শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে কাজ করেছিল: জিএম কাদের

তিন বিদেশি শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে কাজ করেছিল: জিএম কাদের

মানবজমিন
ট্রেন্ডিং
  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া

  • অবিশ্বাস্য কীর্তিতে হাজার রানের ক্লাবে এনামুল বিজয়