সেভিয়ার বিপক্ষে মঙ্গলবার (২১ ডিসেম্বর) র্যামন সানচেজ স্টেডিয়ামে লা লিগার ম্যাচে ভালো দলের তকমা নিয়েই খেলতে নেমেছিল বার্সেলোনা। কিন্তু শেষ পর্যন্ত ১-১ গোলের ড্রতে উল্টো পয়েন্ট হারিয়ে আবারও সেই ব্যর্থতার গেড়াকলে জাভির শিষ্যরা।
এদিকে দলের এমন অবস্থাতেও খেলোয়াড়দের মাঠের লড়াইয়ের বেশ প্রশংসা করেছেন কোচ জাভি হার্নান্দেজ। একই সঙ্গে লা লিগার পয়েন্ট তালিকায় চারে ওঠার সুবর্ণ সুযোগ মিস করার আফসোসও উঠে এসেছে তার কথায়।
ম্যাচশেষে সংবাদ সম্মেলনে জাভি বলেন, ‘এমন ম্যাচের পর রাতে ঘুমানো কঠিন হবে। বিশেষ করে যখন আপনি জয়ের প্রত্যাশায় থাকেন, অন্তত প্রতিপক্ষে যখন একজন খেলোয়াড় কম থাকে।’
তিনি বলেন, ‘আমাদের ছেলেরা ম্যাচের প্রথমার্ধে মোমেন্টাম ধরে রাখতে পেরেছিল। দলও এগিয়ে গিয়েছিল। কিন্তু তারপরই আমরা বলের নিয়ন্ত্রণ ধরে রাখতে ব্যর্থ হই।’
চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিতে জয়ের ছন্দে ফেরা উচিত বলেও মনে করেন বার্সার এই কোচ। তিনি বলেন, ‘ড্রয়ের পরও আমি গর্বিত। আজ ভাগ্য আমাদের পক্ষে সহায় ছিলেন না।’
জাভি হার্নান্দেজ বলেন, আমি যেই বার্সেলোনাকে চেয়েছিলাম, এটি সেই বার্সেলোনাই। বছরের শেষটা জয়ে রাঙাতে না পারলেও নতুন বছরে ভালোর প্রত্যাশা বার্সার এই কোচের।
র্যামন সানচেজ স্টেডিয়ামে ৩২তম মিনিটে পিছিয়ে পড়ে জাভি হার্নান্দেজের শিষ্যরা। এরপর ৪৫তম মিনিটে রোনাল্ড আরাহোর গোলে সমতায় ফেরে দল। তবে শেষ পর্যন্ত ড্রই সঙ্গী হয় লিওনেল মেসির সাবেক ক্লাবের। এ ড্রয়ের ফলে ১৮ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সপ্তম স্থানে রয়েছে তারা। সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে সেভিয়া।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়