News

বার্সা প্রেসিডেন্ট বার্তামেউয়ের পদত্যাগ

October 28, 2020

বার্সেলোনার প্রেসিডেন্ট জোসেপ মারিও বার্তামেউ পদত্যাগ করেছেন। তার সঙ্গে বার্সার সকল বোর্ড পরিচালকও দায়িত্ব ছেড়ে দিয়েছেন। মঙ্গলবার রাতে এক বৈঠক শেষে তারা পদত্যাগ পত্র জমা দেওয়ার এ সিদ্ধান্ত নেন। প্রভাবশালী স্প্যানিশ ক্রীড়া বিষয়ক সংবাদ মাধ্যম গোল ও মার্কা  বিষয়টি নিশ্চিত করেছে।

কয়েক মাস ধরেই বার্সা প্রেসিডেন্ট সমালোচনার তীর হজম করে আসছেন। বার্সার বাজে পারফরম্যান্স। লিগ শিরোপা হারানো। চ্যাম্পিয়নস লিগে ৮-২ গোলে বিধ্বস্ত হওয়া। মেসির ক্লাব ছাড়তে চাওয়া। আবার মেসিকে জোর করে বার্সায় আটকে রাখার জন্য সমালোচিত হন বার্তামেউ।