চিরচেনা ন্যু ক্যাম্পে দেখা গিয়েছিল বার্সেলোনার সাবেক কোচ পেপ গার্দিওলাকে। তবে বার্সার হয়ে নয়, গার্দিওয়া এসেছিলেন বার্সার প্রতিপক্ষ হয়ে। বুধবার দিবাগত রাতে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ও ইংল্যান্ডের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি মুখোমুখি হয়।
কোনো শিরোপার জন্য নয়, মহৎ উদ্দেশ্যে মাঠে নেমেছিল জনপ্রিয় এই দুই দল।
বার্সেলোনোর সাবেক গোলরক্ষক হোয়ান কার্লোস উনজুই অ্যামায়োট্রফিক ল্যাটেরাল স্ক্লেরসিসে (এএলএস) আক্রান্ত হয়েছেন। তাঁর চিকিৎসার তহবিল সংগ্রহের জন্যই মূলত এই প্রীতি ম্যাচটির আয়োজন করা হয়। ম্যাচে অবশ্য কেউ জেতেনি, কেউ হারেনি।
৬ গোলের ম্যাচে ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল। ম্যাচের ২১তম মিনিটে গোল করে ম্যানসিটিকে এগিয়ে দিয়েছিলেন আর্জেন্টাইন তরুণ জুলিয়ান আলভারেজ। ৮ মিনিট পরই ম্যাচে সমতা ফেরান বার্সার পিয়েরে-অ্যামরিক অবামেয়াং। সমতা নিয়েই বিরতিতে যায় দুদল।
ম্যাচের ৬৬তম মিনিটে বার্সাকে এগিয়ে দেন ফ্রেঙ্কি ডি ইয়ং। চার মিনিট পর ম্যাচে সমতা আনেন ম্যানসিটির কোল পামার। ৭৯তম মিনিটে মেমফিস ডেপাইয়ের গোলে ফের এগিয়ে যায় বার্সা। তবে নাটক তখনো শেষ হয়নি। ম্যাচের অতিরিক্ত সময়ের একেবারে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে সিটিকে ড্র এনে দেন রিয়াদ মহারেজ।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়