মাত্র চতুর্থবার স্প্যানিশ লা লিগায় খেলছে জিরানো। টানা দ্বিতীয়বার। গতবার দশম স্থানে থেকে লা লিগ শেষ করলেও এবার লিগের মাঝপথে সবাইকে পেছনে ফেলে শীর্ষে অবস্থান করছে দলটি।
সর্বশেষ গতকাল রবিবার রাতে দলটির কাছে ধরাশায়ী হয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। ৪-২ গোলে তাদের হারিয়ে ৪১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে জিরানো।
ম্যাচে আধিপত্য ছিল বার্সেলোনার। পুরো ম্যাচে বার্সেলোনা শট নিয়েছে ৩১টি। আর জিরোনা শট নিয়েছে ১৫টি, লক্ষ্যে ৭টি। কিন্তু ম্যাচের ফলাফল গিয়েছে জিরানোর পক্ষে। কেননা, ফুটবল হচ্ছে গোলের খেলা। এতগুলো শর্ট নিয়েও মাত্র দুবার জাল খুজে পেয়েছে বার্সেলোনার খেলোয়ারদের শর্ট। অন্যদিকে চারবার জাল ভেদ করেছে জিরানো।
ম্যাচের ১২ মিনিটে জিরোনা এগিয়ে যায় আর্তেম দোভিকের গোলে। ৭ মিনিট পরই যা শোধ করে দেন রবার্ট লেভানডফস্কি। বিরতির আগে ৪০তম মিনিটে জিরোনাকে ২-১ গোলে এগিয়ে দেন মিগুয়েল গিমেরেজ। ৮০তম মিনিটে ভেলেরি ফার্নান্দেজ স্কোরলাইন করেন ৩-১। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে বার্সেলোনার হয়ে ব্যবধান কমান ইলকায় গুনদোয়ান। কিন্তু ৯৫তম মিনিটে গোল করে জিরোনাকে আরও এগিয়ে দেন ক্রিস্টিয়ান স্টুয়ানি।
এটিই লা লিগায় বার্সেলোনার বিপক্ষে জিরোনার প্রথম জয়। যে জয়ে রিয়ালের ৩৯ পয়েন্ট টপকে তারা উঠে গেছে পয়েন্ট তালিকার শীর্ষেও। দুই বছর আগেও স্প্যানিশ ক্লাব ফুটবলের দ্বিতীয় স্তরে ছিল জিরোনা। গতবার লিগে ফিরে ৪৯ পয়েন্ট তুলে মৌসুম শেষ করে। এবার সেই জিরোনাই বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদকে টেক্কা দিচ্ছে।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়