বাসচাপায় ছাত্র নিহত : ৮ বাসে আগুন, চালক আটক

রাজধানীর রামপুরা অনাবিল পরিবহনের একটি বাসের ধাক্কায় এক স্কুলছাত্র নিহতের পর বিক্ষুব্ধ জনতা আটটি বাসে আগুন দিয়েছে। ঘাতক বাসটির চালককে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার রাত পৌনে ১১টার দিকে রামপুরা ডিআইটি রোডের সোনালী ব্যাংকের কাছে বাস চাপায় নিহত হওয়া ওই ছাত্রের নাম মাইনুদ্দিন ইসলাম দুর্জয় (১৭)। সে একরামুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। সে পরিবারের সাথে পূর্ব রামপুরা তিতাস রোড এলাকায় থাকতো। তার বাবার নাম আব্দুর রহিম।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্জয় একটি বাস থেকে নামার পর পেছন থেকে আরেকটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা প্রথমে দায়ী বাসটিতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এরপর একে একে আরো সাতটি বাসে আগুন দেন তারা।

দুর্ঘটনাস্থল থেকে ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো: আ: আহাদ জানান, ঘটনার পর চালক পালিয়ে যাচ্ছিলেন। পুলিশ তাকে আটক করেছে। তিনি বর্তমানে থানায় আছেন। বাসটিও জব্দ করা হয়েছে।

এদিকে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দফতরের কন্ট্রোল রুমের অপারেটর জিয়াউর রহমান বলেন, বাসচাপায় ছাত্র নিহতের ঘটনায় অন্তত সাত থেকে আটটি বাসে আগুন দেয়া হয়। এ ঘটনায় ৯৯৯ থেকে ফোন পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের দুটি ও পরে আরো একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

২৪ নভেম্বর বেলা ১১টার দিকে রাজধানীর গুলিস্তানে দক্ষিণ সিটির ময়লার গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান মারা যায়। সে ওই কলেজের মানবিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। এ ঘটনার ঠিক পরদিন অর্থাৎ ২৫ নভেম্বর ডিএনসিসির ময়লার গাড়ির ধাক্কায় আহসান কবির খান নামে এক ব্যক্তি মারা যান।
এই বিভাগের আরও খবর
সৌদি পৌঁছেছেন ১২,৬৪৯ হজযাত্রী

সৌদি পৌঁছেছেন ১২,৬৪৯ হজযাত্রী

মানবজমিন
মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে আসামিদের কনডেম সেলে রাখা অবৈধ

মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে আসামিদের কনডেম সেলে রাখা অবৈধ

দৈনিক ইত্তেফাক
দিনের তাপমাত্রা বাড়বে

দিনের তাপমাত্রা বাড়বে

বণিক বার্তা
বদলি সাজা খাটানো যুবলীগ নেতা নাজমুল কারাগারে

বদলি সাজা খাটানো যুবলীগ নেতা নাজমুল কারাগারে

নয়া দিগন্ত
বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের এক পাইলট নিহত

বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের এক পাইলট নিহত

ভোরের কাগজ
প্রথম ধাপে কত শতাংশ ভোট পড়েছে জানালো ইসি

প্রথম ধাপে কত শতাংশ ভোট পড়েছে জানালো ইসি

বাংলা ট্রিবিউন
ট্রেন্ডিং
  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া

  • অবিশ্বাস্য কীর্তিতে হাজার রানের ক্লাবে এনামুল বিজয়