বাসচালকের সহকারীর বিরুদ্ধে মারধরের অভিযোগ ঢাবি ছাত্রীর

বাসচালকের সহকারী মারধর করেছেন বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী রাফিয়া তামান্না। তিনি বলেন, হাফ পাস দেওয়া নিয়ে কথা-কাটাকাটির জেরে বাসটির চালকের সহকারী তাঁকে মারধর করেন। তাঁকে বাসে আবার দেখা গেলে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।

 গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর রামপুরা ব্রিজ বাস স্টপেজে এ ঘটনা ঘটে। ছাত্রীর অভিযোগ, রামপুরা থানায় গেলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলা নিতে গড়িমসি করেন। পরে অবশ্য পুলিশ তাঁর অভিযোগটিকে সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে গ্রহণ করেছে।

রাফিয়া তামান্না ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের ছাত্রী।

জিডিতে রাফিয়া তামান্না বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে তরঙ্গ প্লাস পরিবহনের একটি বাসে ওঠেন তিনি। প্রথম থেকেই চালকের সহকারী অসদাচরণ করছিলেন। বাসভাড়া চাওয়া হলে হাফ পাস সুবিধা নিতে নিজেকে শিক্ষার্থী হিসেবে পরিচয় দেন তিনি। শেষে রামপুরা ব্রিজ স্টপেজে শিক্ষার্থী পরিচয়পত্র দেখাতে বলা হয় তামান্নাকে। তিনি পরিচয়পত্র বের করলে তা না দেখেই নানা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে থাকেন চালকের সহকারী। একপর্যায়ে তামান্না বাস থেকে নেমে যাওয়ার সময় ‘এই বাসে আর দেখলে ধাক্কা দিয়ে ফেলে দেব’ বলে হুমকিও দেন। এরপর তামান্না চালকের সহকারীকে চড় দিলে হাতাহাতি শুরু হয়। ওই সহকারী তামান্নাকে কয়েকবার চড়থাপ্পড় দেন এবং নাকে ঘুষি মারেন। এতে তাঁর নাক থেকে রক্ত পড়া শুরু হয় এবং হাতের আঙুলও কেটে যায়।

রাফিয়া তামান্না গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, ‘ঘটনার পর রামপুরা থানায় গিয়ে বিষয়টি জানালে পুলিশ ওই চালকের সহকারীকে আটক করে আনে। প্রথমে আমি ভেবেছিলাম, লোকটিকে মাফ করে দেব। কিন্তু থানায় এসেও সে বিভিন্ন বাজে কথা বলতে থাকে। পরে আমি মামলা করার সিদ্ধান্ত নিই।’

তামান্না অভিযোগ করে বলেন, ‘মামলা করতে চাইলে পুলিশ অনেকক্ষণ ধরে গড়িমসি করে। মামলাটি তারা নিতেই চাইল না। খবর পেয়ে আমার মা থানায় যাওয়ার পর তাঁর অনুমতি নিয়ে পুলিশ একটি জিডি গ্রহণ করে। মা থানায় যাওয়ার আগে ওসি আমাকে বোঝাচ্ছিলেন, মামলা করলে লোকটার (চালকের সহকারী) লঘু পাপে গুরু দণ্ড হয়ে যাবে।’
এই বিভাগের আরও খবর
প্রধান নির্বাচন কমিশনার হলেন নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন নাসির উদ্দীন

ভোরের কাগজ
ঝালকাঠি-১ আসনের সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেফতার

ঝালকাঠি-১ আসনের সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেফতার

জনকণ্ঠ
জয়কে অপহরণ মামলা : জামিন পেলেন সাংবাদিক শফিক রেহমান

জয়কে অপহরণ মামলা : জামিন পেলেন সাংবাদিক শফিক রেহমান

নয়া দিগন্ত
প্রথমবারের মতো সচিবালয়ে ড. ইউনূস

প্রথমবারের মতো সচিবালয়ে ড. ইউনূস

জনকণ্ঠ
গাজীপুরে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

বিডি প্রতিদিন
পালানোর সময় গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র গ্রেপ্তার

পালানোর সময় গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র গ্রেপ্তার

দৈনিক ইত্তেফাক
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া