নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থীর পক্ষে স্থানীয় আওয়ামীগ নেতারা প্রচার প্রচারণা ও ভোট চাচ্ছেন বলে অভিযোগ তুলেছেন স্থানীয় আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা। তাদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
এলাকাবাসীর সাথে আলাপ করে জানা যায়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুর রহমান ও নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপির সাবেক সংসদ গিয়াস উদ্দিনের ছেলে গোলাম মোহাম্মদ সাদরিল। সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সদস্য রমজান আলী, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বদরুদ্দিন শেখ, সিদ্ধিরগঞ্জ পৌরসভার সাবেক পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা মতিন প্রধান, আওয়ামী লীগ নেতা সিদ্দিক মাতবর, মতিউর রহমানসহ একটি আওয়ামী লীগের সিন্ডিকেট দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করে সাবেক বিএনপির সংসদ সদস্যের ছেলে গোলাম মোহাম্মদ সাদরিলের পক্ষে ভোটারদারে দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন। এতে ওই এলাকায় সাধারণ ভোটারদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ভোটাররা বলছেন, যারা আওয়ামী লীগের দলীয় অনুষ্ঠানে তাদের নিমন্ত্রণ করতেন তারাই আজ বিএনপির প্রার্থীর জন্য ভোট চাইছেন।
আল আমিন নামে একজন সাধারণ ভোটার জানান, করোনা মহামারির সময় আমাদের সহযোগিতা করেছে সরকার। তার অনুদান আমাদের হাতে তুলে দিয়েছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দরা। কিন্তু নির্বাচনে তাদের একটি দলে আমাদের কাছে বিএনপির প্রার্থীর পক্ষে ভোট চাইছেন, যা আমাদের ভাবিয়ে তুলছে।
করিমন আক্তার নামে আরো একজন ভোটার জানান, আওয়ামী লীগের নেতারা আমাদের বিএনপির প্রার্থীকে ভোট দিতে জোরাজোরি করছেন, কী করবো কিছুই বুঝতে পারছি না!
বিএনপির প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার সত্যতা সম্পর্কে প্রশ্ন করা হলে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের নির্বাহী সদস্য রমজান আলী কালের কণ্ঠকে জানান, আমি আওয়ামী লীগের রাজনীতি করি। তার সাথেই আছি। ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। আমি নিজেই আওয়ামী লীগের প্রার্থী ছিলাম। মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভির নির্বাচন নিয়ে কাজ করছি আমি।
আওয়ামী লীগ নেতা মতিউর রহমান কালের কণ্ঠকে জানান, সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিনের ছেলে দলমত নির্বিশেষে একজন ভালো মানুষ। তাই আমরা তার পক্ষে কাজ করছি।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়