বিকাশে টাকা চেয়ে ধরা পড়লো অপহরণকারীরা

ঢাকার আশুলিয়ায় বিকাশের লেনদেনের সূত্র ধরে তিন অপহরণকারীকে আটক করেছে পুলিশ। একইসাথে অপহৃত ব্যক্তিকেও উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে আশুলিয়া থানার এসআই হারুন-অর-রশিদ বিষয়টি নিশ্চিত করেন।

বিকাশের লেনদেনের সূত্র ধরে বুধবার রাত সাড়ে ১১টায় আশুলিয়ার কুরগাঁও নতুনপাড়া এলাকার এক বাসায় অভিযান চালিয়ে তিন অপহরণকারীকে আটক করা হয়। একই বাসা থেকে অপহরণের শিকার মাকসুদুল হককে (২১) উদ্ধার করে পুলিশ। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক অপহরণকারী কৌশলে পালিয়ে যায়।
 
আটকরা হলেন, কিশোরগঞ্জের করিমগঞ্জ থানাধীন দিগারহাওলা এলাকার রুবেল মিয়ার ছেলে অন্তর (২০), দিনাজপুরের পাবর্তীনগর থানাধীন মশথপুর এলাকার মৃত কাজল হোসেনের ছেলে ইয়াছিন (১৯) এবং ঝিনাইদাহের কালিগঞ্জ থানাধীন মইশাহাটা এলাকার তোতা মিয়ার ছেলে শাহিন (১৯)। তারা সকলেই আশুলিয়ার কুরগাঁও নতুনপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতো। এছাড়া পালিয়ে যাওয়া অপহরনকারীর নাম ইকরাম (২৫)।

অপহৃত মাকসুদুল হক নরসিংদীর শিবপুর থানাধীন দক্ষিণ সাদার চর এলাকার আবদুর রবের ছেলে। তিনি আশুলিয়ার গৌরিপুর এলাকার সিবিটি সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণার্থী।

পুলিশ জানায়, বুধবার রাতে মাকসুদ তার এক বন্ধুকে বাসে উঠিয়ে দিতে নবীনগর বাসস্ট্যান্ডে যান। বন্ধুকে বাসে উঠিয়ে দিয়ে ফিরে আসার সময় সেনাশপিং কমপ্লেক্সের সামনে পৌঁছলে একটি রিকশা পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে তিনি আহত হন। এই সময় তাকে চিকিৎসার কথা বলে কৌশলে অপহরণ করে কুরগাঁও এলাকায় নিয়ে যান অপহরণকারীরা। একইসাথে তার কাছে থাকা ১৫শ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়া হয়।
 
পরে অপহরণকারীরা মোবাইলের বিকাশ বা রকেটের পিন নাম্বার না দেয়ায় তাকে বেধড়ক মারপিট করে ও প্রাণনাশের হুমকি দেন। পরে তার পরিবারের কাছে ফোনে ২০ হাজার টাকা মুক্তিপন দাবী করা হয়।

অপহরণকারীদের দাবীর জেরে মাকসুদের বোন বিকাশের মাধ্যমে চার হাজার পাঁচ শ’ টাকা পাঠান। বিষয়টি তার বন্ধুকে জানালে তিনি জরুরি সেবা ৯৯৯’এ ফোন দেয়। ফোন পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অপহৃত যুবককে উদ্ধার এবং ঘটনার সাথে জড়িত তিন অপহরণকারীকে আটক করেন।
এই বিভাগের আরও খবর
ব্যাটারি রিকশা নিয়ে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

ব্যাটারি রিকশা নিয়ে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

দৈনিক ইত্তেফাক
শপথ নিলেন সিইসি ও চার কমিশনার

শপথ নিলেন সিইসি ও চার কমিশনার

জনকণ্ঠ
বিগত কমিশনকে বিচারের আওতায় আনার কথা বলছে সবাই: বদিউল আলম মজুমদার

বিগত কমিশনকে বিচারের আওতায় আনার কথা বলছে সবাই: বদিউল আলম মজুমদার

বাংলা ট্রিবিউন
বিদ্যুৎ চুক্তি পর্যালোচনায় শীর্ষ আন্তর্জাতিক ‘আইন সংস্থা’ চায় বাংলাদেশ

বিদ্যুৎ চুক্তি পর্যালোচনায় শীর্ষ আন্তর্জাতিক ‘আইন সংস্থা’ চায় বাংলাদেশ

নয়া দিগন্ত
আগে নির্বাচনে গেলে সংস্কার ঝুলে যাবে: ড. তোফায়েল আহমেদ

আগে নির্বাচনে গেলে সংস্কার ঝুলে যাবে: ড. তোফায়েল আহমেদ

বাংলা ট্রিবিউন
প্রধান নির্বাচন কমিশনার হলেন নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন নাসির উদ্দীন

ভোরের কাগজ
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া