বিচ্ছিন্নতাবাদীদের ওপর ইউক্রেন সেনাদের হামলার অভিযোগ

ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়া–সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের ওপর দেশটির সরকারি বাহিনী আজ বৃহস্পতিবার হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। গত ২৪ ঘণ্টায় বিচ্ছিন্নবাদীদের লক্ষ্য করে ইউক্রেনের সেনারা পৃথক চারটি হামলা চালায়। বিচ্ছিন্নতাবাদীরা বলেছে, হামলায় কেউ হতাহত হয়েছে কি না, এখনো তারা নিশ্চিত নয়, তবে এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।

পরিস্থিতি কতটা গুরুতর, সেটা তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি। এ ছাড়া অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কো-অপারেশন ইউরোপ (ওএসসিই) এ হামলার ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়নি। পূর্ব ইউক্রেন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ওএসসিই। কিন্তু সংস্থাটি সাম্প্রতিক দিনগুলোয় কিছু পর্যবেক্ষক সেখান থেকে সরিয়ে নিয়েছে।

বিচ্ছিন্নতাবাদীদের অভিযোগ, ইউক্রেনের সেনারা তাদের ওপর হামলা করেছে। তবে ইউক্রেনের সামরিক বাহিনী অভিযোগ অস্বীকার করে বলেছে, বিদ্রোহীরাই আগে তাদের ওপর হামলা করে।

গত আট বছরে পূর্ব ইউক্রেনে অসংখ্যবার এমন হামলার ঘটনা ঘটেছে। কিন্তু এই সংঘর্ষের খবর এমন সময়ে এল যখন ইউক্রেনের সীমান্তে রাশিয়ার লক্ষাধিক সেনা মোতায়েন নিয়ে সেখানে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। উত্তেজনা নিরসনের শর্ত হিসেবে মস্কো বলেছে, ইউক্রেনকে কখনোই ন্যাটোর সদস্য করা যাবে না।

রাশিয়ার সামরিক আগ্রাসন চালালে মস্কোর বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার হুমকি দিচ্ছে পশ্চিমা দেশগুলো। অবশ্য রাশিয়া বরাবর হামলা পরিকল্পনার অভিযোগ অস্বীকার করেছে।

রয়টার্স বলছে, ২০১৪ সাল থেকে ইউক্রেনের সেনাবাহিনী ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে সশস্ত্র লড়াই চলছে। ওই বছর পূর্ব ইউক্রেনের বিস্তীর্ণ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয় বিচ্ছিন্নতাবাদীরা। রাশিয়া–সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে যেকোনো ধরনের সংঘাতের ঘটনা রাশিয়ার সঙ্গে পশ্চিমা দেশগুলোর উত্তেজনাকে উসকে দেবে।

এদিকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো চলতি মাসে বলেছে, তাদের ধারণা ইউক্রেনে আগ্রাসন চালানোর একটি প্রেক্ষাপট খুঁজছে রাশিয়া। সম্ভবত হামলার নাটক করে সেই হামলার ভিডিও ফুটেজ তৈরির মাধ্যমে এটা করবে তারা। এরপর ইউক্রেনে সামরিক অভিযান শুরু করবে। তবে যুক্তরাষ্ট্রের এ অভিযোগ অস্বীকার করেছে মস্কো।

বিচ্ছিন্নতাবাদী অধ্যুষিত পূর্ব ইউক্রেনের স্বঘোষিত প্রজাতন্ত্র লুহানস্ক পিপলস রিপাবলিক আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে তাদের ওপর এসব হামলার খবর জানায়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, মর্টার, গ্রেনেড লাঞ্চার ও মেশিনগান ব্যবহার করে ইউক্রেনের সেনাবাহিনী বৃহস্পতিবার চারটি পৃথক স্থানে এসব হামলা করে।

বিচ্ছিন্নতাবাদীরা বিবৃতিতে বলেছে, ‘ইউক্রেনের সশস্ত্র বাহিনী অস্ত্রবিরতি চুক্তির লঙ্ঘন করেছে। মিনস্ক চুক্তি অনুযায়ী এখান থেকে সেনাদের প্রত্যাহার করার কথা।’
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহুকে গ্রেফতারের ঘোষণা যুক্তরাজ্যের

নেতানিয়াহুকে গ্রেফতারের ঘোষণা যুক্তরাজ্যের

নয়া দিগন্ত
সৌদি আরবে ফ্যাশন শো, ইসলামী পণ্ডিতদের ক্ষোভ তুঙ্গে

সৌদি আরবে ফ্যাশন শো, ইসলামী পণ্ডিতদের ক্ষোভ তুঙ্গে

দৈনিক ইত্তেফাক
ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল

ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল

বণিক বার্তা
ভেনেজুয়েলার বিরোধী নেতা গোনসালেসকে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিল যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার বিরোধী নেতা গোনসালেসকে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিল যুক্তরাষ্ট্র

প্রথমআলো
২৪ নভেম্বর সর্বাত্মক বিক্ষোভের ডাক ইমরানের, ২ মাসের জন্য ইসলামাবাদে জারি ১৪৪ ধারা

২৪ নভেম্বর সর্বাত্মক বিক্ষোভের ডাক ইমরানের, ২ মাসের জন্য ইসলামাবাদে জারি ১৪৪ ধারা

মানবজমিন
মণিপুর সঙ্কটের জন্য অমিত শাহের পদত্যাগের দাবি কংগ্রেসের

মণিপুর সঙ্কটের জন্য অমিত শাহের পদত্যাগের দাবি কংগ্রেসের

নয়া দিগন্ত
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া