১৯৭২ সালের ৮ জানুয়ারি। লন্ডনের হিথরো বিমানবন্দরে সকালে অনেকটা অপ্রত্যাশিতভাবেই উড়োজাহাজ থেকে নেমে এলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পাকিস্তানি কারাগারে নয় মাসের বন্দিজীবন কাটিয়ে মুক্ত বঙ্গবন্ধুকে সেখানে নিয়ে আসা হয়েছে বিশেষ একটি উড়োজাহাজে। সেখানে যথোপযুক্ত সম্মানের সঙ্গে তার সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করে ব্রিটিশ সরকার। বঙ্গবন্ধুর থাকার ব্যবস্থা করা হয়েছিল ক্লারিজেস হোটেলে।
মুক্ত অবস্থায় সেখানেই প্রথম আন্তর্জাতিক গণমাধ্যমের মুখোমুখি হন বঙ্গবন্ধু। সেদিন সন্ধ্যায়ই তত্কালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথের সঙ্গে সাক্ষাৎ করেন সদ্য স্বাধীন বাংলাদেশের জাতির জনক শেখ মুজিব। ওই সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী জানতে চেয়েছিলেন, আপনার জন্য কী করতে পারি। উত্তরে যত দ্রুত সম্ভব বাংলাদেশে ফিরে আসার জন্য উড়োজাহাজের ব্যবস্থা করার অনুরোধ জানান বঙ্গবন্ধু। সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নিলেন এডওয়ার্ড হিথ।
পরদিনই ব্রিটিশ রাজকীয় বিমানবাহিনীর বিশেষ একটি উড়োজাহাজ বঙ্গবন্ধু ও তার সঙ্গীদের নিয়ে রওনা দেয় ঢাকার উদ্দেশে। দিল্লি হয়ে জাতির জনক যেদিন প্রথম স্বাধীন বাংলার মাটিতে প্রথম পা রাখেন, সেদিনটি ছিল ১৯৭২ সালের ১০ জানুয়ারি।
স্বাধীন একটি দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে বঙ্গবন্ধুকে ভিভিআইপির মর্যাদা দিয়ে দেশে ফেরার ব্যবস্থা করলেও তখনো বাংলাদেশকে খোলাখুলি স্বীকৃতি দেয়নি যুক্তরাজ্য। আগের বছরের প্রায় পুরোটা সময় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের আড়ালে দুই সুপারপাওয়ার যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যকার যে বিরোধপূর্ণ পরিবেশ জাতিসংঘকে আচ্ছন্ন করে রেখেছিল, সেখানে শুরুতে নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছিল যুক্তরাজ্য। ধীরে ধীরে বাংলাদেশ-ভারত-সোভিয়েত ইউনিয়নের মৈত্রীর পক্ষেই ঝুঁকতে থাকে ব্রিটিশ পররাষ্ট্রনীতি। যুদ্ধ শেষ হওয়ার পর বিষয়টি আরো স্পষ্ট হয়ে ওঠে। এ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে এক ধরনের প্রচ্ছন্ন তিক্ততা তৈরি হয় লন্ডনের। এডওয়ার্ড হিথের আত্মজীবনীতেও এর স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়।
এই বিভাগের আরও খবর
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়