বিনিয়োগকারীদের নজর থাকবে সূচকে

শেয়ারবাজারে সব বিনিয়োগকারীর চোখ থাকবে আজ সূচকের দিকে। কারণ, সূচকটি সামান্য বাড়লে পার হবে ৬ হাজার পয়েন্টের মাইলফলক। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স দাঁড়িয়ে আছে ৬ হাজারের মাইলফলক থেকে মাত্র ১৪ পয়েন্ট দূরে। তাই সূচকটিকে ঘিরে বেশ কয়েকটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিনিয়োগকারীদের মনে।

সূচক ঘিরে বিনিয়োগকারীদের প্রথম প্রশ্ন, আজ রোববার সপ্তাহের প্রথম দিনে সূচকটি ৬ হাজারের মাইলফলক অতিক্রম করবে কি? মাইলফলক অতিক্রম করলে সেটি টেকসই হবে কি? এ দুটি প্রশ্নের ওপর অনেক বিনিয়োগকারীর বিনিয়োগ সিদ্ধান্তও আটকে আছে। বাজারসংশ্লিষ্টদের মধ্যেও এ নিয়ে আছে ভিন্ন মত। কেউ বলছেন, মাইলফলক ছাড়াবে আজই এবং সেটি আরও কিছু দূর যাবে। আরেকটি পক্ষ বলছে, মাইলফলক ছুঁয়ে বাজারে মূল্য সংশোধন শুরু হতে পারে। 

গতকাল শনিবার বাজারসংশ্লিষ্ট অন্তত সাত ব্যক্তির সঙ্গে কথা বলে এ ধারণা পাওয়া গেছে। এসব ব্যক্তির মধ্যে ছিলেন শীর্ষ পর্যায়ের একাধিক ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকের শীর্ষ নির্বাহী, বিনিয়োগকারী, সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠানের প্রধান ও বাজার বিশ্লেষক।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আজই ৬ হাজার ছাড়িয়ে টেকসই হবে বলে যাঁরা মনে করছেন, তাঁদের যুক্তি হচ্ছে বাজারে গত কয়েক দিনে বিপুল অর্থলগ্নি হয়েছে। এ ছাড়া এ মুহূর্তে শেয়ারবাজার ছাড়া অন্য কোথাও টাকা খাটিয়ে খুব বেশি লাভের দেখা মিলছে না। তাই বাজারে ৬ হাজারের মাইলফলক পার হলে বিনিয়োগ আরও বাড়বে। বাজারে মূল্য সংশোধন হবে বলে যাঁরা মনে করছেন তাঁদের যুক্তি হচ্ছে, এ মুহূর্তে সব শ্রেণির বিনিয়োগকারীই কমবেশি লাভে রয়েছেন। তাই বিনিয়োগকারীদের মধ্যে লাভ তুলে নেওয়ার প্রবণতা তৈরি হতে পারে।

বিশ্লেষকেরা বলছেন, বাজার নিয়ে সাধারণ বিনিয়োগকারীদের এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে বিনিয়োগের আগে অবশ্যই সতর্ক হতে হবে। কারণ, কিছু কিছু শেয়ারের দাম এরই মধ্যে অতিমূল্যায়িত হয়ে গেছে। কিছু শেয়ারের দাম কারসাজির মাধ্যমে অল্প সময়ে এতটাই বাড়ানো হয়েছে যে তা কোনোভাবেই ওই কোম্পানির আর্থিক ভিত্তির সঙ্গে সংগতিপূর্ণ নয়।
এই বিভাগের আরও খবর
বোতলের সয়াবিন তেলের লিটার ১৬৭, খোলা ১৪৭ টাকা

বোতলের সয়াবিন তেলের লিটার ১৬৭, খোলা ১৪৭ টাকা

দৈনিক ইত্তেফাক
মেট্রোরেলের টিকিটে ভ্যাট না বসানোর চেষ্টা চলছে

মেট্রোরেলের টিকিটে ভ্যাট না বসানোর চেষ্টা চলছে

প্রথমআলো
বাংলাদেশ থেকে সরাসরি তৈরি পোশাক আমদানি করতে পারে ব্রাজিল

বাংলাদেশ থেকে সরাসরি তৈরি পোশাক আমদানি করতে পারে ব্রাজিল

বিডি প্রতিদিন
ভারতে স্বর্ণের দামে সর্বকালের রেকর্ড

ভারতে স্বর্ণের দামে সর্বকালের রেকর্ড

বিডি প্রতিদিন
বাংলাদেশে গত এক যুগে দীর্ঘমেয়াদি অর্থায়নে মধ্যপ্রাচ্যের অবদান সামান্য

বাংলাদেশে গত এক যুগে দীর্ঘমেয়াদি অর্থায়নে মধ্যপ্রাচ্যের অবদান সামান্য

বণিক বার্তা
ঈদের আগে দুই দফা বাড়তে পারে সয়াবিন তেলের দাম

ঈদের আগে দুই দফা বাড়তে পারে সয়াবিন তেলের দাম

জনকণ্ঠ
ট্রেন্ডিং
  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া

  • অবিশ্বাস্য কীর্তিতে হাজার রানের ক্লাবে এনামুল বিজয়