বিমানবন্দরে ক্যাপ্টেন নওশাদকে সহকর্মীদের টুপি খোলা স্যালুট

টুপি খুলে স্যালুট দিয়ে কাঁধে কফিন নিয়ে সহকর্মীরা শেষ বিদায় জানিয়েছেন ক্যাপ্টেন নওশাদ কাইয়ুমকে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সহকর্মীদের কাঁধে কফিনে করে শেষ বিদায় নিলেন ক্যাপ্টেন নওশাদ।

নওশাদের মরদেহ নিয়ে সাইরেন বাজিয়ে অ্যাম্বুলেন্সটি যখন রানওয়ে থেকে বনানীর বাসার উদ্দেশে রওনা হয়, তখন উপস্থিত সহকর্মীদের চোখের জ্বলে ভারি হয়ে ওঠে শাহজালালের বাতাস।

নির্বাক দৃষ্টিতে অ্যাম্বুলেন্সের দিকে তাকিয়ে সহকর্মীদের একজন বলছিলেন, গত বৃহস্পতিবার হাসিমুখে গল্প করতে করতে বিদায় জানিয়ে ওমানে যাত্রী নিয়ে রওনা হন ক্যাপ্টেন নওশাদ। মাত্র আটদিনের ব্যবধানে আজ তিনি ময়ুরপঙ্খীতেই ফিরলেন। কিন্তু ককপিটে নয়, কফিনে মরদেহ হয়ে। বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে।

আজ (বৃহস্পতিবার) সকাল সোয়া ৯টায় ভারতের নাগপুরের হাসপাতাল থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি-০২৬) ফ্লাইটে আসে ক্যাপ্টেন নওশাদের মরদেহ। এরপর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমন দৃশ্যের অবতারণা হয়।

এর আগে কাতারের রাজধানী দোহা থেকে যাত্রী নিয়ে দেশে ফেরার পথে বিমানের বোয়িং ৭৩৭-৮০০ মডেলের এয়ারক্রাফট (ময়ুরপঙ্খী) ভারতের নাগপুরে থামে। ওই ফ্লাইটটি ক্যাপ্টেনের মরদেহ বাংলাদেশে আনে।

সকাল সোয়া ৯টার দিকে এয়ারক্রাফটটি বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করে ১৪ নম্বর টারমার্কের সামনে এসে দাঁড়ায়।

নওশাদের মরদেহে শ্রদ্ধা জানিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, ‘দায়িত্বরত অবস্থায় পাইলট নওশাদের মৃত্যু আমাদের জন্য ‘এক ধরনের অহংকার’। তিনি আকাশে অসুস্থ হওযার পর থেকে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সকলেই উদগ্রীব ছিলেন। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য তাকে আমেরিকা বা আরও উন্নত অন্য কোনো হাসপাতালে পাঠানোর পরিকল্পনা ছিল। কিন্তু তাকে কোথাও পাঠানোর মতো অবস্থা ছিল না।’

এ সময় মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বিমানের এমডি ও সিইও ড. আবু সালেহ মোস্তফা কামালসহ বিমান ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এরপর বিমানবন্দর থেকে মরদেহ বনানীর বাসায় নেয়া হয়। দুপুরে বলাকা ভবনে শ্রদ্ধা জ্ঞাপন শেষে বনানী কবরস্থানে নওশাদকে তার মায়ের কবরের পাশে দাফন করা হবে।

গত বৃহস্পতিবার বিমানের বিজি-২২ ফ্লাইটটি ওমান যায়। সেখান থেকে স্থানীয় সময় রাত ২টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসার কথা থাকলেও ঐ ফ্লাইটটি ভোর সাড়ে ৬টায় ঢাকার উদ্দেশে রওনা হয়।
এই বিভাগের আরও খবর
উপজেলা নির্বাচনে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হবে: সিইসি

উপজেলা নির্বাচনে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হবে: সিইসি

জনকণ্ঠ
খুলনা বিভাগ ও ৬ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ

খুলনা বিভাগ ও ৬ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ

নয়া দিগন্ত
কাতারের আমিরের নামে ঢাকায় পার্ক ও সড়কের নামকরণ

কাতারের আমিরের নামে ঢাকায় পার্ক ও সড়কের নামকরণ

দৈনিক ইত্তেফাক
ফরিদপুরে মন্দিরে আগুন : দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় বিএনপির তদন্ত কমিটি

ফরিদপুরে মন্দিরে আগুন : দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় বিএনপির তদন্ত কমিটি

নয়া দিগন্ত
১৯৬০ সালের সর্বোচ্চ তাপপ্রবাহে কেমন ছিল ঢাকার জীবনযাত্রা

১৯৬০ সালের সর্বোচ্চ তাপপ্রবাহে কেমন ছিল ঢাকার জীবনযাত্রা

প্রথমআলো
থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী, স্বাক্ষরিত হবে যেসব চুক্তি

থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী, স্বাক্ষরিত হবে যেসব চুক্তি

কালের কণ্ঠ
ট্রেন্ডিং
  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া

  • অবিশ্বাস্য কীর্তিতে হাজার রানের ক্লাবে এনামুল বিজয়