এদিকে বিশ্বকাপে ভরাডুবির পর কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্টকে সরিয়ে নতুনভাবে পরিকল্পনা করার দাবি জানিয়েছেন বিসিবির সাবেক সাধারণ সম্পাদক তানভীর মাজহার তান্না। তার মতে, দল নির্বাচনে প্রভাবমুক্ত থাকতে হবে। বারবার ব্যর্থ হলে, পদ আঁকড়ে ধরে রাখাটা অন্যায়।
অন্যদিকে, ক্রিকেটারদের সঙ্গে সুসম্পর্ক ফেরাতে বোর্ড সভাপতিকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিসিবির সাবেক পরিচালক জামিল আহমেদ চৌধুরী।
বিসিবির সাবেক সাধারণ সম্পাদক তানভীর মাঝহার তান্না বলেন, ‘তিন বছর ধরে কাজ করেও একটা টিম পর্যন্ত দাঁড় করাতে পারল না তারা। যে দলটা বিশ্বকাপ খেলতে গেল, তাদের সামর্থ্য কতটুক ছিল?
সাবেক এই সাধারণ সম্পাদক বলেন, আপনারা নির্বাচক হয়ে মাসে দেড় দুই লাখ টাকা করে বেতন নিচ্ছেন, কিন্তু মাঠের খেলায় কাদের সুযোগ করে দিচ্ছেন। কেউ খারাপ করলে তাদের সরিয়ে দেওয়ার সাহস থাকতে হবে। অন্যথায় নিজেরা পদত্যাগ করার মতোও সাহস রাখতে হবে।
মাঠের খেলায় লজ্জায় ডুবলেও, কথার খেলায় বাউন্ডারি হাঁকিয়েছেন বোর্ড কর্তা এবং ক্রিকেটাররা। দু'পক্ষের মাঝে বৈরী সম্পর্ক স্পষ্ট। সামনে পাকিস্তান সিরিজ। মাঠের লড়াইয়ে ফিরতে ঐক্য প্রয়োজন দলে। বিশ্লেষকরা বলছেন, সম্পর্কের টানাপোড়েন দূর করতে উদ্যোগী হতে হবে বিসিবিকেই।
বিসিবির সাবেক পরিচালক খন্দকার জামিল আহমেদ বলেন, খেলোয়াড় এবং টিম ম্যানেজমেন্টের মধ্যে দূরত্ব থাকলে সেটা মাঠের পারফরম্যান্সে প্রভাব পড়ে। কারণ বিসিবি খেলোয়াড়দের বাবা-মায়ের মতো। তাদের সঙ্গে সম্পর্ক খারাপ হলে গুমোট পরিবেশ বিরাজ করবে। সুতরাং এ জায়গাটা থেকে বের হয়ে আসতে হবে। খেলোয়াড় এবং টিম ম্যানেজমেন্টের সঙ্গে আগে যে সুসম্পর্ক ছিল, সেটা ফিরিয়ে আনতে হবে।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়