মেট্রোরেল প্রকল্পের সঙ্গে ঢাকা উত্তর সিটির সড়কগুলোর উন্নয়নের জন্য বিশ্বব্যাংক থেকে এক হাজার ২৭৬ কোটি টাকা ঋণসহায়তা পেতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। মেয়র আতিকুল ইসলামের যুক্তরাষ্ট্র সফরে বিশ্বব্যাংকের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয়। যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
এ বছরের শেষনাগাদ চালু হতে যাচ্ছে মেট্রোরেল। তাই মেট্রোরেলের সঙ্গে বিভিন্ন এলাকার যোগাযোগ বাড়ানোর উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
সংশ্লিষ্ট এলাকায় বাস বে, ফুটপাতে হবে আলাদা সাইকেল লেন। আইসিএম প্রজেক্টের মাধ্যমে এ কাজ সম্পন্ন করবে উত্তর সিটি করপোরেশন। এর জন্য বিশ্বব্যাংক থেকে এক হাজার ২৭৬ কোটি টাকা ঋণ সহায়তা পেতে যাচ্ছে করপোরেশন।
মেয়র বলেন, ‘সবচেয়ে বড় চ্যালেঞ্চ ছিল যে আইসিএম প্রজেক্ট মেট্রোরেলকে ঘিরে আমার ঢাকা শহরের মানুষজনকে কীভাবে সুবিধা দিতে পারি। আমরা বিশ্বব্যাংকের সদরদফতরে গিয়েছি। সেখানে সভা করে এসেছি। সফট লোনের মাধ্যমে কাজটি হবে।’
তিনি বলেন, ‘কী ধরনের ফুটপাত হবে, অনেকে তো ট্রলি নিয়ে এসে এখানে উঠবে। কেউ সাইকেল কোন জায়গায় রাখবে, কীভাবে বাইসাইকেল লেন করা যাবে, কোন দিকে ঢালু হবে- পুরো ডিজাইনটাই বিশ্বব্যাংক করে দেবে। ওই রুটে বৈদ্যুতিক বাস চলবে। এসব বাসের জন্যও তারা ফান্ডিং করবে।’
জলবায়ুর প্রভাবে প্রতিদিন ঢাকায় ঢুকতে অন্তত দুই হাজার ক্ষতিগ্রস্ত মানুষ। তাই ক্ষতিপূরণের অন্তত ৫০ শতাংশ দাবি করেছে সিটি করপোরেশন।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়