ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে বিষাক্ত মদ্যপানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে। ভারতীয় সংবাদমাধ্যম এই সময় এবং এএনআইয়ের প্রতিবেদনে এই তথ্য বলা হয়েছে। এ ঘটনায় পুলিশের বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। এখনও পর্যন্ত তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
প্রথমে বিহারের ছাপড়া জেলার সিওয়ানে বিষাক্ত মদ্যপানে ৬ জনের মৃত্যুর কথা জানা গিয়েছিল। গুরুতর অসুস্থ আবস্থায় আরো ১৪ জনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, পরে ওই ১৪ জনেরও মৃত্যু হয়। বৃহস্পতিবার তা বেড়ে দাঁড়ায় ২০ জনে। প্রতিবেদনে বলা হয়েছে, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ছাপড়ার পুলিশ সুপার কুমার আশিস জানিয়েছেন, কর্তব্যে গাফিলতির অভিযোগে কয়েকজন পুলিশ সদস্যকে সাসপেন্ড করা হয়েছে। কীভাবে পুলিশের চোখের আড়ালে এ ধরনের মদের ব্যবসা চলছিল, এই বিষয়ে জবাবদিহি চাওয়া হয়েছে। ঘটনার বিভাগীয় তদন্তের পর উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
সিওয়ানের জেলা প্রশাসক মুকুলকুমার গুপ্তা আজ বৃহস্পতিবার জানান, গতকাল বুধবার সকাল ৭ টা ৩০ মিনেটে ৩ জনের রহস্যজনক মৃত্যুর খবর পান।
এরপর গুরুতর অসুস্থ আরো ১২ জনকে হাসপাতালে নেওয়া হয়। পরে আরো একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানান মুকুলকুমার গুপ্তা। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে জানা যাবে মৃত্যুর সঠিক কারণ। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, গত মঙ্গলবার রাতে বিষাক্ত মদ পান করেছিলেন তারা।
অন্যদিকে, সারণ জেলাতেও বুধবার দুইজনের মৃত্যু হয়। গুরুতর অসুস্থ হন আরো কয়েকজন। মৃত এক ব্যক্তির আত্মীয় জানান, ১৫ তারিখ দেশি মদ খেয়েছিলেন ওই ব্যক্তি। এরপর অসুস্থ হয়ে পড়েন। চোখেও কিছু দেখছিলেন না বলে জানান তিনি। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়