বাংলাদেশ সময় তখন ১২ জুলাই প্রথম প্রহর, ঘড়িতে সময় আড়াইটা পেরিয়ে গেছে। ঠিক এসময় লন্ডনের আকাশে শুরু হয়েছে তুমুল বৃষ্টি। সেই বৃষ্টিতে মিশে যাচ্ছে লাখো ব্রিটিশের চোখের পানি। মাত্রই নিজেদের ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ড পেনাল্টিতে হেরে গেছে ইতালির কাছে। আর এ হারে বহুল প্রতীক্ষিত আন্তর্জাতিক ট্রফিটা অধরাই রয়ে গেল, ‘ফুটবলের ঘরে ফেরা’ও হলো না ফুটবলের জনকদের। অথচ এই উচ্ছ্বাসেই আজ উদযাপনের আশা নিয়েই লকডাউন ভেঙে রাস্তায় নেমে এসেছিলো ব্রিটিশরা।
১৯৬৬ সালে প্রথম বিশ্বকাপের ট্রফি জিতেছিল ইংল্যান্ড। এরপর প্রায় ৫৫ বছর আন্তর্জাতিক শিরোপা জয়ের স্বাদ পায়নি তারা। দীর্ঘদিন শিরোপা খরায় ইংল্যান্ডের এখন যে কোনও বড় টুর্নামেন্ট জেতা মানেই নাকি ‘ফুটবলের ঘরে ফেরা’। শিরোপার মুখিয়ে থাকা ব্রিটিশরা গেল রাশিয়া বিশ্বকাপে সেমি ফাইনাল থেকে ফিরে আসতে হয়। এবার ‘ইউরো ২০২০’-তে ফাইনালে চলে যাওয়ায় ‘ঘরে ফেরা’র দাবি আরও প্রকট হয়েছিলো। কিন্তু ১-১ গোলে সমতায় থাকা ইউরো কাপে ফাইনাল ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও ম্যাচের ফল অমীমাংসিত। শেষ পর্যন্ত শাসরুদ্ধকর টাইব্রেকারে ইংল্যান্ডকে ৩-২ গোলে হারিয়ে ইতালি দ্বিতীয়বারের মতো ইউরো ট্রফি জেতে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, খেলার শেষ পর্যায়ে ওয়েম্বলি স্টেডিয়াম এবং এর আশপাশে জড়ো হওয়া ভিড়ে নিজেদের মধ্যে এবং নিরাপত্তারক্ষীদের সঙ্গে কোন্দলে জড়ানোয় ৪৯ জন দর্শককে আটক করেছে পুলিশ। এছাড়া এসময় ১৯ পুলিশ সদস্যও আহত হয়েছেন।
শুধু স্টেডিয়াম নয়, ইউরো ফাইনালের খেলা দেখতে মোড়ে মোড়ে অস্থায়ীভাবে লাগানো হয়েছে বড় স্ক্রিন। রাস্তায় নেমে এসেছে লাখ লাখ মানুষ। প্রায় অধিকাংশের মুখেই ছিলো না মাস্ক। অথচ ব্রিটেনজুড়ে করোনার লকডাউন চলছে। করোন প্রতিরোধী ভ্যাকসিন দেওয়ার পরও সংক্রমণ বাড়ছে লাফিয়ে লাফিয়ে।
স্থানীয় সময় বিকেল থেকেই লকডাউন ভেঙে জড়ো হতে থাকেন মানুষ। লন্ডনের ট্রাফলগার স্কোয়ারে জড়ো হন হাজার হাজার মানুষ। লন্ডন, বার্মিংহাম, ম্যানচেষ্টারে শত শত মানুষ রাস্তায় নেমে আসলেও কোথাও পুলিশকে বাধা দিতে দেখা যায়নি। ইংল্যান্ডের পতাকা হাতে, জার্সি গায়ে জমায়েতে লাখ লাখ মানুষ হামলে পড়েছেন। দীর্ঘদিন পর এরকম কানায় কানায় পূর্ণ লাখো মানুষ রীতিমত উৎসবে মেতেছেন।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়