বৃষ্টি আইনে ৫ রানে জিতল ভারত টাইগারদের হৃদয়ভাঙ্গা হার

বিশ্বকাপ আর ভারতের কাছে লড়াই করে হার যেন একসূত্রে গাঁথা হয়ে গেছে বাংলাদেশ দলের জন্য। অ্যাডিলেড ওভালে ভারতের বিপক্ষে আরেকটি মহাগুরুত্বপূর্ণ ম্যাচ বুধবার। শেষ ওভার পর্যন্ত লড়ে মাত্র ৫ রানে হারের পর তাসকিন আহমেদের কান্নাটাই বলে দিয়েছে আবারও হৃদয়ভাঙা পরাজয়ের বেদনা সঙ্গী হয়েছে বাংলাদেশ দলের। আগে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৮৪ রান তোলে ভারত।

জবাবে লিটন কুমার দাসের ব্যাটিং তা-বে ৭ ওভারেই বিনা উইকেটে ৬৬ রান তুলে জয়ের আশা উজ্জ্বল করে বাংলাদেশ। কিন্তু বৃষ্টি তার ব্যাটিং ঝড়ে রাশ টেনেছে এবং পরে ১৬ ওভারে ১৫১ রানের নতুন টার্গেট আর ছুঁতে পারেনি বাংলাদেশ। ২৫ মিনিটের বিরতিতে ছন্দ হারিয়েছেন লিটন, কক্ষপথ থেকে ছিটকে গেছে বাংলাদেশ দল। শেষ পর্যন্ত ১৬ ওভারে ৬ উইকেটে ১৪৫ রান করতে পেরেছেন সাকিব আল হাসানরা।

বৃষ্টি আইনে ৫ রানে জিতে সেমিফাইনালের পথে বেশ ভালোভাবে এগিয়ে গেছে ভারত। ৬ পয়েন্ট নিয়ে এখন তারা দুই নম্বর গ্রুপের শীর্ষে। আর এই হারে সেমির আশা অনেকটাই শেষ হয়ে গেছে ৪ ম্যাচে ৪ পয়েন্ট পাওয়া বাংলাদেশের।

অ্যাডিলেডে এর আগে একটাই টি২০ খেলে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৭ রানের জয় পেয়েছে ভারত। আর অস্ট্রেলিয়ার অন্য ভেন্যুগুলোর মতো এই মাঠে কোন টি২০ খেলেনি বাংলাদেশ। তবে আন্তর্জাতিক একটি ম্যাচ খেলেছে ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে। সেই ম্যাচে ঐতিহাসিক জয় পায় টাইগাররা ইংল্যান্ডের বিপক্ষে।

সেই মাঠেই এবার ভারতের বিপক্ষে অষ্টম টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার রেসে ভালোভাবে টিকে থাকার লড়াই বাংলাদেশের। হারলে ভারতের জন্যও সমীকরণ হয়ে যাবে কঠিন, তাই তারাও জেতার জন্য মরিয়া হয়েই নেমেছে। অ্যাডিলেডে সাধারণত আগে ব্যাট করা দল জয় পায়। কিন্তু বাংলাদেশ দল এদিন টস জিতে আগে ফিল্ডিং নিয়েছে। কারণ চলতি বিশ্বকাপে এদিনই দুপুরে হল্যান্ড-জিম্বাবুয়ে ম্যাচটিতে আগে ব্যাট করে জিম্বাবুয়ে ভুগেছে এবং মাত্র ১১৭ রানে গুটিয়ে গেছে।

সে কারণেই হয়তো সাকিব ফিল্ডিং বেছে নিয়েছেন। একাদশে একটাই পরিবর্তন, বাঁহাতি পেসার শরিফুল ইসলামকে নিয়ে টানা ব্যর্থ সৌম্য সরকারকে বাদ দেয় বাংলাদেশ। চলতি বিশ্বকাপে দুর্দান্ত বোলিং করা তাসকিন আহমেদ বাংলাদেশের অন্যতম ভরসা। তিনি শুরুটাও করেছেন অসাধারণভাবে। প্রথম ২ ওভারে তিনি মাত্র ২ রান দিয়েছেন। তৃতীয় ওভারে তার বলে রোহিত শর্মার ক্যাচও ছেড়েছেন ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ারে দাঁড়ানো হাসান মাহমুদ। টানা ৪ ওভার বোলিং করে দলের ৭ ওভারের মধ্যেই তাসকিন তার কোটা শেষ করেছেন মাত্র ১৫ রান দিয়ে।
এই বিভাগের আরও খবর
এবার কোস্টারিকাকে হারালো মেসিবিহীন আর্জেন্টিনা

এবার কোস্টারিকাকে হারালো মেসিবিহীন আর্জেন্টিনা

নয়া দিগন্ত
বড় ব্যবধানে বাংলাদেশকে হারাল শ্রীলংকা

বড় ব্যবধানে বাংলাদেশকে হারাল শ্রীলংকা

যুগান্তর
এল সালভাদরকে সহজেই হারাল আর্জেন্টিনা

এল সালভাদরকে সহজেই হারাল আর্জেন্টিনা

কালের কণ্ঠ
মুস্তাফিজের পর স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন জাকের

মুস্তাফিজের পর স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন জাকের

কালের কণ্ঠ
জেনিথের প্রথম সেঞ্চুরিতে শ্রীলংকার লড়াইয়ের পুঁজি

জেনিথের প্রথম সেঞ্চুরিতে শ্রীলংকার লড়াইয়ের পুঁজি

বণিক বার্তা
লিটন বাদ, তৃতীয় ওয়ানডেতে দলে জাকের আলী

লিটন বাদ, তৃতীয় ওয়ানডেতে দলে জাকের আলী

মানবজমিন
ট্রেন্ডিং
  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া

  • অবিশ্বাস্য কীর্তিতে হাজার রানের ক্লাবে এনামুল বিজয়