রাজধানীর বেইলি রোডে আগুনের ঘটনায় দগ্ধ ১১ জন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তাদের মধ্যে ছয় জনকে শনিবার (২ মার্চ) হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হবে। আজ দুপুরে রোগীদের অবস্থা পর্যবেক্ষণ শেষে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
তিনি বলেন, ‘১৭ সদস্যবিশিষ্ট মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ১১ রোগীর মধ্যে ছয় জনকে রিলিজ দেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়। শঙ্কামুক্ত না হওয়ায় বাকি পাঁচ জন চিকিৎসাধীন থাকবেন। যে ছয় জনকে রিলিজ দেওয়া হবে তারা মোটামুটি ভালো আছেন, তাদের মধ্যে পরীক্ষার্থীও আছে।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘শুক্রবার রাতে প্রধানমন্ত্রী আমাকে ডেকে নিয়ে এসব রোগীর জন্য যতটুকু যত্ন নেওয়া প্রয়োজন তা নিতে বলেছেন। তাদের চিকিৎসার খরচ বাংলাদেশ সরকার ও প্রধানমন্ত্রী নিজে বহন করবেন। সে অনুযায়ী আমাদের এখানে প্রধানমন্ত্রীর একটা ফান্ড আছে। সেই ফান্ডে আজ বেশকিছু টাকা পাঠিয়ে দিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘চিকিৎসাধীন পাঁচ জনের শ্বাসনালি ফুলে গেছে। তাদের ফুসফুসে একটু জটিলতা আছে। এ জন্য আমরা তাদের এখনই রিলিজ দিচ্ছি না।’
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়