পোশাক খাতের ৬ হাজার ৯৫১টি কল-কারখানার শ্রমিকরা এখনও ঈদুল ফিতরের বোনাস পাননি। বাংলাদেশ শিল্পাঞ্চল পুলিশ, বিজিএমইএ ও বিকেএমইএ, বিটিএমইএ ও বেপজা সূত্রে এসব তথ্য জানা গেছে। অবশ্য কারখানার মালিকরা বলছেন, ঈদের ছুটির আগেই সব বোনাস পরিশোধ করা হবে।
তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, ‘শতভাগ শ্রমিকদের বেতন পরিশোধ করা হয়েছে। আশা করছি ঈদের ছুটির আগেই বোনাসও দেবে কারখানা মালিকরা। আশা করছি, কোনও কারখানার মালিকই বোনাস না দিয়ে ঈদের ছুটিতে যাবে না।’
একই ধরনের মন্তব্য বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেমের। তিনি বলেন, ‘বেতন-বোনাস দেওয়া মালিকদের দায়িত্ব, এরই মধ্যে সব কারখানায় বেতন পরিশোধ করা হয়েছে। এখন বোনাস দেওয়া শুরু হয়েছে। আশা করছি ছুটির আগেই বোনাস দেওয়া হবে।‘
জানা গেছে, দেশে বর্তমানে ৯ হাজার ৬১৬টি কল-কারখানার রয়েছে। এর মধ্যে রবিবার (১৬ এপ্রিল) পর্যন্ত শ্রমিকদের ঈদের বোনাস দিয়েছে মাত্র ২ হাজার ৬৬৫টি কারখানায়। অর্থাৎ ৬ হাজার ৯৫১টি কারখানায় বোনাস হয়নি। প্রায় ৭ হাজার কারখানায় শ্রমিকদের বোনাস দেওয়া হয়নি।
এখনও বোনাস না দেয়নি এমন কারখানার মধ্যে বিজিএমই’এর সদস্যভুক্ত প্রতিষ্ঠান বেশি। এই খাতের ১৬৩১টির মধ্যে বোনাস পেয়েছে মাত্র ৩৮৪টি কারখানার শ্রমিক। বাকি ১ হাজার ২৪৭টি কারখানার শ্রমিকরা বোনাস পায়নি। যা শতাংশের হিসাবে ৭৬ দশমিক ৪৬ শতাংশ।
একইভাবে বিকেএমইএর ৭০০টির মধ্যে বোনাস পায়নি ৪৪৮টির, যা শতাংশের হিসাবে ৬৪ শতাংশ। বিটিএমএ ৩৫৮টির মধ্যে বোনাস হয়নি ২৬৬টির, যা শতাংশের হিসাবে ৭৪ দশমিক ৩০ শতাংশ। বেপজার ৩৪৫টি কারখানার মধ্যে বোনাস হয়নি ২০০টির, যা শতাংশের হিসাবে ৫৭ দশমিক ৯৭ শতাংশ।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়