রংপুরে পাইকারি আড়তে বেড়েছে শিম, ফুলকপি, বাঁধাকপিসহ শীতকালীন সবজির সরবরাহ। ফলে দামেও ফিরেছে স্বস্তি। প্রকারভেদে প্রতিকেজি সবজিতে কমেছে ৫ থেকে ২০ টাকা পর্যন্ত।
কুয়াশা আর ঠান্ডা বাতাস উপেক্ষা করে ভোর থেকেই রংপুরের সিটি বাজার পাইকারি আড়তে সবজি নিয়ে আসেন প্রান্তিক চাষিরা। ভ্যান থেকে নামিয়ে আড়তের নির্ধারিত স্থানে থরে থরে সাজানো হয় নানা ধরনের সবজি।
চলতি বছর সবজির ফলন ভালো হওয়ায় বাজারে সরবরাহও বেড়েছে। মিলছে শিম, ফুলকপি, বাঁধাকপি, লাউসহ নানা ধরনের সবজি। প্রকারভেদে মণ প্রতি একশ থেকে দেড়শ টাকা কমে বিক্রি হচ্ছে। এতে স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। তবে কমেনি নতুন আলুর দাম, বিক্রি হচ্ছে ৫০টাকা কেজি দরে।
পাইকারি বিক্রেতা ফারুক মোল্লা বলেন, সপ্তাহের ব্যবধানে ফুলকপি প্রতি মণে ৮০ থেকে ৯০ টাকা কমে পাইকারিতে ৭০০ থেকে ৭৫০, বাঁধাকপি ১০০ টাকা কমে ৮০০ থেকে ৮৫০, মুলা ১০০ টাকা কমে ৬০০, সিম ১০০ টাকা কমে ১৩০০, পাঁচ কেজির পেঁয়াজপাতা ১০০, প্রতি কেজি শসা ৫০ থেকে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে।
খুচরা বাজারের বিক্রেতা সুমন ইসলাম বলেন, প্রতিকেজি টমেটো ২০ টাকা কমে ১০০ থেকে ১১০ টাকা, গাজর ১০ টাকা কমে ৬০ থেকে ৭০ টাকা, বেগুন প্রকার ভেদে ১৫ থেকে ৩৫ টাকা, লাউ প্রতি পিস ২৫ থেকে ৩০ টাকা, ধনেপাতা ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
সিটি বাজারের ক্রেতা আব্দুল হান্নান বলেন, গত সপ্তাহের তুলনায় বাজারে সবজির দাম কম আছে। গত সপ্তাহে যেসব সবজি কিনেছিলাম এ সপ্তাহে প্রতি কেজি সবজিতে ৪ থেকে ৫টা কমেছে। বাজার এখন ক্রয় ক্ষমতার মধ্যে আছে।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়