বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বোকা বানিয়ে ২০১৪ এবং ২০১৮ সালের মতো পাতানো নির্বাচন আর দেশে হতে দেবে না জনগণ।
শনিবার (১৬ সেপ্টেম্বর) দিনাজপুর অভিমুখে তারুণ্যের রোডমার্চে নীলফামারীর সৈয়দপুরে এক সংক্ষিপ্ত পথসভায় তিনি এ কথা বলেন।সরকারকে উদ্দেশ করে মির্জা ফখরুল বলেন, ‘রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, ম্যাজিট্রেট দিয়ে, নির্বাচন কমিশন দিয়ে নির্বাচন করে নিয়ে যাবেন; মানুষকে বোকা বানাবেন; এবার দেশের জনগণ তা হতে দেবে না।’
বিএনপি মহাসচিব বলেন,
আওয়ামী লীগ যখন বলে তারা ভালো ভালো নির্বাচন করেছে, তখন দেশের জনগণ তাদের প্রতারক ছাড়া কিছুই বলে না। দেশে আর কোনো পাতানো নির্বাচন হতে দেয়া যাবে না।
এর আগে সৈয়দপুর রোডের পাগলাপীর বাজারে পথসভায় মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি নির্বাচনে যেতে চায়, জনগণ ভোট দিতে চায়। তবে বর্তমান সরকারের অধীনে তা সম্ভব নয়, নির্দলীয় সরকার প্রতিষ্ঠা করেই নির্বাচন আদায় করা হবে, এরপরেই আন্দোলন থামবে।’
তার আগে কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চে বেলা ১১টার দিকে আসেন মির্জা ফখরুল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই সরকার খালেদা জিয়াকে গৃহবন্দি করে রেখেছে। গতকাল রাতেও আমি তাকে দেখতে গিয়েছিলাম। চিকিৎসকরাও তাকে নিয়ে চিন্তিত। চিকিৎসরকরা বলছেন, এখানে খালেদা জিয়াক চিকিৎসা করার আর কোনো সুযোগ নেই। তার চিকিৎসার জন্য অতি দ্রুত বিদেশে নিয়ে যেতে হবে।
তিনি বলেন,
শুধু বিএনপি নয়, দেশের সবগুলো রাজনৈতিক জোট ঘোষণা দিচ্ছে যে এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন নয়। এই সরকার বার বার জনগণের সঙ্গে প্রতারণা করেছে।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়