টি-টোয়েন্টিতে তামিম ইকবালের ফেরা নিয়ে কথার লড়াই চলছে। বাংলাদেশের সেরা ওপেনার ২০২০ সালের মার্চের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেননি। এমনকি ঘোষণা দিয়ে ৬ মাসের নির্বাসনেও গেছেন। আগামী জুলাইয়ের শেষ সপ্তাহে ৬ মাসের মেয়াদ শেষ হওয়ার কথা। তার আগেই নানামুখী আলোচনায় বিরক্ত হচ্ছেন ওয়ানডে অধিনায়ক। এই নিয়ে গত রবিবার তিনি কিছু মন্তব্য করেছেন। তাতে করে বোর্ড প্রধান তার বক্তব্যকে মিথ্যা হিসেবে অভিহিত করেছেন। কিন্তু মঙ্গলবার নিজের ফেসবুক পেজে বিষয়টি পরিষ্কার করেছেন তামিম।
বিশাল বিবৃতির শেষ বাক্যে গিয়ে তামিম লিখেছেন, ‘সময় হলে আমার সিদ্ধান্ত নিশ্চয়ই আমি জানাবো। ৬ মাস হতে তো এখনও দেড় মাসের বেশি বাকি। কিন্তু সেই সময়টার অপেক্ষা কেউ করছে না। এটাই দুঃখজনক।’
গত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেই সরে যান তামিম। কারণ হিসেবে জানান প্রস্তুতির অভাব। বিশ্বকাপের পরও ফেরেননি। ছয় মাস বিরতির ঘোষণা দিয়ে গত জানুয়ারিতে জানান, দল প্রয়োজন মনে করলে এবং প্রস্তুত থাকলেই কেবল টি-টোয়েন্টিতে ফিরবেন। এই নিয়ে বেশ কয়েক দফা কথাও বলেন তামিম। রবিবার এক অনুষ্ঠানে বলছেন, ‘টি-টোয়েন্টি নিয়ে আমাকে তো বলার সুযোগই দেওয়া হয় না। হয় আপনারা বলে দেন, নয়তো অন্য কেউ বলে দেয়। ওটাই চলতে থাকুক। এতদিন ধরে ক্রিকেট খেলি, এতটুকু ডিজার্ভ করি, কী চিন্তা করি না করি আমার মুখ থেকে শোনা। হয় আপনারা একটা ধারণা দিয়ে দেন বা অন্য কেউ এসে বলে দেয়। যখন বলেই দেয় আমার এখানে বলার নেই আর।’
তামিমের কথার প্রতি উত্তরেই ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে বোর্ড সভাপতি নাজমুল হাসান বলেছেন, ‘ওর সঙ্গে যোগাযোগ করা হয়নি (টি-টোয়েন্টি ক্যারিয়ার নিয়ে) দাবিটি পুরোপুরি মিথ্যা। আমি তাকে নিজের বাড়িতে ডেকে পাঠিয়েছিলাম। অন্তত চারবার টি-টোয়েন্টিতে ফেরার অনুরোধ করেছি।’
এমন পরিস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে সোমবার বিমানে উঠা তামিম মঙ্গলবার অফিশিয়াল ফেসবুক পেজের মাধ্যমে সব কিছু পরিষ্কার করার চেষ্টা করেছেন। এটি করতে গিয়ে অবশ্য সংবাদ মাধ্যমকেই কাঠগড়ায় দাঁড় করালেন ওয়ানডে অধিনায়ক, ‘আমার আন্তর্জাতিক টি-টোয়েন্টির ভবিষ্যৎ নিয়ে একটি কথার সূত্র ধরে অনেকে বিভ্রান্ত হচ্ছেন বা মিডিয়ায় কিছু বিভ্রান্তি ছড়াচ্ছে বলে দেখতে পাচ্ছি। দুই দিন আগে একটি অনুষ্ঠানে আমি স্পষ্ট করে বলেছি, আমার ঘোষণা আমি দেওয়ার সুযোগ পাচ্ছি না, অন্যরাই নানা কিছু বলে দিচ্ছে। এখানে বোর্ড যোগাযোগ করেনি বা তাদের সঙ্গে যোগাযোগ হয়নি, এরকম কোনও কথা আমি একবারও বলিনি।’
এরপরই তামিম জানিয়েছেন, বোর্ড থেকে তার সঙ্গে যোগাযোগের বিষয়টি, ‘বোর্ড থেকে কয়েকবারই আমার সঙ্গে আলোচনা করেছে টি-টোয়েন্টি নিয়ে। আমি ৬ মাসের বিরতি নিয়েছি বোর্ডের সঙ্গে আলোচনা করে। এরপরও বোর্ডের সঙ্গে কথা হয়েছে কয়েক দফায়। এটা নিয়ে কোনও প্রশ্ন আমি কখনোই তুলিনি।’
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়