ব্যবসার নিবন্ধন না নিলে সৌদি প্রবাসীদের সম্পদ বাজেয়াপ্ত

বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। দেশটিতে ২০ লাখের বেশি প্রবাসী বাংলাদেশী রয়েছেন, যাদের বেশির ভাগই শ্রমিক। সংখ্যায় কম হলেও এমন অনেক বাংলাদেশী রয়েছেন, যারা বছরের পর বছর কোনো সৌদি নাগরিকের নামে ব্যবসাপ্রতিষ্ঠান চালিয়ে আসছেন। এবার এসব ব্যবসাপ্রতিষ্ঠানকে নিজ নামে নিবন্ধনের সুযোগ দিয়েছে সৌদি সরকার। নিবন্ধনের জন্য ২৩ আগস্ট পর্যন্ত সময়সীমা বেঁধে দেয়া হয়েছে। এ সময়ের মধ্যে ব্যবসাপ্রতিষ্ঠানের নিবন্ধন না করলে সম্পদ বাজেয়াপ্তসহ কঠোর শাস্তির বিধান রেখেছে দেশটি।

সৌদির বাংলাদেশ দূতাবাস এক জরুরি বিজ্ঞপ্তিতে জানায়, সম্প্রতি রাজকীয় সৌদি সরকার ‘বাণিজ্যিক গোপনীয়তাবিরোধী আইন’ জারি করেছে। এ আইনের আর্টিকেল ৩ অনুযায়ী সৌদি আরবে বসবাসরত কোনো বিদেশী নাগরিক কোনো সৌদি নাগরিকের সহায়তায় ব্যবসা, বিনিয়োগ, লাভজনক আর্থিক কর্মকাণ্ডে জড়িত থাকলে, যার জন্য সংশ্লিষ্ট ব্যক্তি সৌদি সরকার কর্তৃক অনুমোদনপ্রাপ্ত নয়, তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

জরুরি বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, এ আইনের আওতায় সৌদি আরবে বসবাসরত সব বিদেশী নাগরিকের, যারা নিজ অথবা অন্য নামে সৌদি আরবে বিনিয়োগ-ব্যবসা করছেন অথবা লাভজনক আর্থিক কর্মকাণ্ডে জড়িত রয়েছেন, কিন্তু এ ধরনের সরকারি কার্যক্রমের আর্থিক কোনো বৈধতা নেই, তাদের ব্যবসা, বিনিয়োগ অথবা আর্থিক কার্যক্রম ২৩ আগস্টের মধ্যে সৌদি সরকারের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে নিবন্ধনের আবেদন করতে হবে। এ সময় অতিবাহিত হলে জেল অথবা জরিমানার পাশাপাশি সম্পদ বাজেয়াপ্তের কথা বলা হয়েছে সৌদি সরকারের নির্দেশনায়। দূতাবাস কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়েছে, জরুরি প্রয়োজনে রিয়াদের বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক কাউন্সিলরের সেলফোন নম্বরে সংশ্লিষ্টদের যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

জেদ্দার বাংলাদেশ কনসুলেটের শ্রম কাউন্সেলর মো. আমিনুল ইসলাম বণিক বার্তাকে বলেন, আইনটি সৌদি আরবে বসবাসকারী সব বিদেশী নাগরিকের জন্য। দেশটিতে অবৈধভাবে যেসব ভিনদেশী ব্যবসা করছেন, সেই ব্যবসাকে বৈধতা দিতে এ উদ্যোগ নেয়া হয়েছে। সৌদি সরকার সংশোধিত আইনে বিদেশী নাগরিকদের অবৈধ ব্যবসা কার্যক্রমের বৈধতার কথা বলা হয়েছে। আইন সংশোধনের পর থেকেই দেশটির সব নাগরিকের কাছে তাদের ব্যবসাপ্রতিষ্ঠানের দ্রুত নিবন্ধনের জন্য বার্তা দেয়া হয়েছে। তিনি বলেন, নির্ধারিত সময়ে যারা নিবন্ধন করবেন না, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
এই বিভাগের আরও খবর
এস আলমের শেয়ার বিক্রি করে ১০ হাজার কোটি টাকা আদায় করা হবে: ইসলামী ব্যাংকের চেয়ারম্যান

এস আলমের শেয়ার বিক্রি করে ১০ হাজার কোটি টাকা আদায় করা হবে: ইসলামী ব্যাংকের চেয়ারম্যান

প্রথমআলো
ব্যাংকের ওপর আস্থা কমায় টাকা না রেখে সঞ্চয়পত্র কিনছে মানুষ

ব্যাংকের ওপর আস্থা কমায় টাকা না রেখে সঞ্চয়পত্র কিনছে মানুষ

কালের কণ্ঠ
বিদ্যুৎ নিয়ে আদানির সাথে হওয়া চুক্তি বাতিল চেয়ে হাইকোর্টে রিট

বিদ্যুৎ নিয়ে আদানির সাথে হওয়া চুক্তি বাতিল চেয়ে হাইকোর্টে রিট

নয়া দিগন্ত
প্রাইম ব্যাংক ও সেবা ডট এক্সওয়াইজেডের মধ্যে চুক্তি সই

প্রাইম ব্যাংক ও সেবা ডট এক্সওয়াইজেডের মধ্যে চুক্তি সই

বাংলা ট্রিবিউন
ভারত থেকে চাল আমদানি শুরু

ভারত থেকে চাল আমদানি শুরু

বাংলা ট্রিবিউন
ভারতে বাড়ছে পেঁয়াজের দাম, কেজি উঠেছে ৭০–৮০ রুপিতে

ভারতে বাড়ছে পেঁয়াজের দাম, কেজি উঠেছে ৭০–৮০ রুপিতে

প্রথমআলো
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া