ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল ম্যাগাজিন। তাতে বিশ্বকাপ জয়ী লিওনেল মেসি ও চ্যাম্পিয়নস লিগ জয়ী আর্লিং হাল্যান্ডের জায়গা হলেও বাদ পড়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো।
বর্তমানে আল নাসরে খেলা রোনালদো ২০০৩ সালের পর তালিকা থেকে প্রথমবারের মতো বাদ পড়লেন। তার মতো একই অভিজ্ঞতা হয়েছিল মেসির। সেটা অবশ্য গতবার। প্রথমবারের মতো সংক্ষিপ্ত তালিকা থেকে বাদ পড়ার এক বছর পর মেসি এই পুরস্কারের জন্য আবারও মনোনীত হয়েছেন। এবার জিতলে রেকর্ড আটবারের মতো এই পুরস্কার ঘরে তুলবেন তিনি। ৫টি জিতে এই তালিকায় দুই নম্বরে আছেন রোনালদো।
মেসি গত ফেব্রুয়ারি দ্বিতীয়বারের মতো ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন। এই পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে প্যারিসে ৩০ অক্টোবর।
মেসি কাতার বিশ্বকাপ জিতে জাতীয় দলের হয়ে প্রথমবারের মতো সোনালি ট্রফিটি জেতার কৃতিত্ব অর্জন করেছেন। ক্লাব পর্যায়ে অবশ্য মিশ্র অভিজ্ঞতা হয়েছে। পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ থেকে শেষ ষোলোতে বিদায় নিতে হয়েছে। তবে দলকে ১১তম লিগ ওয়ান জিততে অবদান রেখেছেন তিনি। পরে তো ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন।
অপর দিকে, হাল্যান্ডকে মনে করা হচ্ছে এই পুরস্কারে মেসির শক্ত প্রতিপক্ষ। নরওয়েজিয়ান স্ট্রাইকার সব প্রতিযোগিতা মিলিয়ে ম্যানচেস্টার সিটির হয়ে ৫৩ ম্যাচে ৫২ গোল করেছেন। জিতেছেন প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও চ্যাম্পিয়নস লিগ।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়