ব্রাজিলকে থামাল ইকুয়েডর

চলমান কোপা আমেরিকায় ছিল টানা তিন জয়। সব মিলিয়ে টানা দশ জয়। তবে অবশেষে থামতে হলো ব্রাজিলকে। শেষ পর্যন্ত ইকুয়েডর করল কাজটি।

কোপা আমেরিকা ফুটবলে সোমবার ভোরে বি গ্রুপের শেষ ম্যাচে ইকুয়েডরের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। টানা তিন জয়ে আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল নেইমাররা। ড্রয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পরের রাউন্ডে নাম লেখালো দলটি। ব্রাজিলকে রুখে দিয়ে নক আউট পর্বে চলে এসেছে ইকুয়েডরও।

বি গ্রুপে চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে সবার উপরে ব্রাজিল। ভেনিজুয়েলাকে হারিয়ে গ্রুপ রানার্স আপ পেরু (১-০)। চার ম্যাচে দুই জয় একটি করে হার ও ড্র, পয়েন্ট সাত।

৪ ও ৩ পয়েন্ট নিয়েও পরের রাউন্ডে উঠে গেছে কলম্বিয়া ও ইকুয়েডর। ৪ ম্যাচে দুটি ড্র ও দুই হারে মাত্র ২ পয়েন্ট পাওয়া ভেনিজুয়েলার বিদায় ঘটেছে।

ম্যাচে ৬২ শতাংশ সময় বল দখলে রাখা ব্রাজিল গোলের উদ্দেশে শট নেয় মোট ৬টি। ৩টি ছিল লক্ষ্যে। বিপরীতে একুয়েডরের ৮ শটের ৩টি লক্ষ্যে ছিল। নেইমার-কাসেমিরোকে ছাড়া খেলতে নামা ব্রাজিলের সঙ্গে ইকুয়েডর লড়াই করে সমানে-সমান। প্রথম ২৫ মিনিটে গোলের জন্য নেয় চারটি শট। তবে সেভাবে আলিসন বেকারকে ভাবাতে পারেনি দলটি।

১০ মিনিটে ৪০ গজ দূর থেকে আচমকা শটে গোলের চেষ্টা করেন এনের ভালেন্সিয়া। একটু এগিয়ে থাকা আলিসন দ্রুত ফেরেন জায়গা মতো। ইকুয়েডর ফরোয়ার্ডের শট একটুর জন্য ছিল না লক্ষ্যে।
 
৩৭ মিনিটে ব্রাজিলকে এগিয়ে নেন মিলিতাও। এভেরতনের ফ্রি কিকে সবার চেয়ে উঁচুতে লাফিয়ে দারুণ হেডে জাল খুঁজে নেন রিয়াল মাদ্রিদের এই ডিফেন্ডার।

দ্বিতীয়ার্ধের শুরুতে ব্রাজিলকে চেপে ধরে ইকুয়েডর। সুফল পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাদের। ৫২ মিনিটে সমতা ফেরায় ইকুয়েডর। কর্নার থেকে বল পেয়ে হেডে ভালেন্সিয়া খুঁজে নেন আনহেল মেনাকে। বাকিটা অনায়াসে সারেন তিনি (১-১)।

৮০ মিনিটে মেনার ফ্রি কিক কর্নারের বিনিময়ে রক্ষা করেন ব্রাজিল গোলরক্ষক আলিসন। শেষ দিকেও এসেছিল সুযোগ কিন্তু কাজে লাগাতে পারেনি কোনো দলই। ফলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল।
এই বিভাগের আরও খবর
টটেনহ্যামের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত ম্যানসিটি

টটেনহ্যামের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত ম্যানসিটি

কালের কণ্ঠ
অ্যান্টিগার ‘সেই বিভীষিকা’ মাথায় নিয়ে খেলতে নামছে টাইগাররা

অ্যান্টিগার ‘সেই বিভীষিকা’ মাথায় নিয়ে খেলতে নামছে টাইগাররা

জাগোনিউজ২৪
মার্তিনেজের গোলে জয়ে ফিরল আর্জেন্টিনা

মার্তিনেজের গোলে জয়ে ফিরল আর্জেন্টিনা

দৈনিক ইত্তেফাক
তীরের গোলে তরী পার স্পেনের

তীরের গোলে তরী পার স্পেনের

ভোরের কাগজ
অ্যান্টিগায় প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় হাসান মুরাদ

অ্যান্টিগায় প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় হাসান মুরাদ

বণিক বার্তা
সীমিত সংস্করণে ফুল এনার্জি দিতেই টেস্টকে বিদায় ইমরুলের

সীমিত সংস্করণে ফুল এনার্জি দিতেই টেস্টকে বিদায় ইমরুলের

কালের কণ্ঠ
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া