দক্ষিণ আফ্রিকার ৪২৮ রানের পাহাড় দেখেও ঘাবড়ে যায়নি লঙ্কান ব্যাটাররা। পাল্টা জবাবের চেষ্টায় লড়াই করে ম্যাচ হেরেছে শ্রীলঙ্কা। দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে আজ শনিবার (৭ অক্টোবর) শ্রীলঙ্কাকে ১০২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে শুভসূচনা করেছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের দেয়া রেকর্ড ৪২৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে লড়াই করেও শেষপর্যন্ত ৪৪.৫ ওভারে ৩২৬ রানে গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস। চারিথ আসালাঙ্কা সর্বোচ্চ ৭৯ রান করেন। প্রোটিয়াদের হয়ে কোয়েতজে ৩টি উইকেট শিকার করেন। এর আগে ব্যাট করতে নেমে ৪২৮ রানের রেকর্ড সংগ্রহ দাঁড় করায় প্রোটিয়ারা। দলের হয়ে কুইন্টন ডি কক, রাসি ফন ডার ডুসেন ও এইডেন মার্কাম তিন অঙ্কের কোটা স্পর্শ করেন। যার মধ্যে মার্কামের ৪৯ বলের সেঞ্চুরিটি বিশ^কাপের ইতিহাসে দ্রুততম।
অরুন জেটলি স্টেডিয়ামের উদ্বোধনী ম্যাচে ৪২৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ধাক্কা খায় লঙ্কানরা। মার্কো জানসেনের বলে সরাসরি বোল্ড হয়ে কোন রান না করেই ফেরেন পাথুম নিশাঙ্কা। নিয়মিত উইকেট হারাতে থাকলেও রানের চাকা সচল রাখে লঙ্কানরা। ৪২ বলে ৪টি চার ও ৮ ছয়ে ৭৬ রান করে রাবাদার বলে ফেরেন কুশাল মেন্ডিস। পরের ওভারেই কোয়েটজের বলে জানসেনের হাতে ক্যাচ দিয়ে বসেন সাধিরা সামারাবিক্রমাও। পাঁচে নামা চারিথ আসালঙ্কা করেন ৬৫ বলে ৭৯ রান। সাতে নামা অধিনায়ক দাসুন শানাকা এক প্রান্তে লড়াই চালিয়ে গেলেও তা পাহাড়সম লক্ষ্যের সামনে যথেষ্ট ছিল না। শানাকা ৬২ বলে ৬ চার ও ৩ ছয়ে ৬৮ রান করেন। লঙ্কানরা গুটিয়ে যায় ৩২৬ রানে।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই অধিনায়ক টেম্বা বাভুমাকে হারায় প্রোটিয়ারা। তবে তিনে নামা ফন ডার ডুসেনের সঙ্গে জুটি গড়ে দ্রুত রান তুলতে থাকে প্রোটিয়ারা। ডুসেনের সঙ্গে ২০৪ রানের পার্টনারশিপের পর ৩০.৪ ওভারে মাথিশা পাথিরানার বলে ধনাঞ্জয়া ডি সিলভার হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ৮৪ বলে ১২ চার ও ৩ ছয়ে ঠিক ১০০ রান করেন ডি কক। এটি তার ক্যারিয়ারের ১৮তম সেঞ্চুরি। এরপর মার্কামের সঙ্গে ৫০ রানের জুটি গড়ে নিজের পঞ্চম সেঞ্চুরি তুলে নেন ডুসেনও। ১১০ বলে ১৩ চার ও ২ ছয়ে ১০৮ রান করে ভেল্লালাগের বলে সাজঘরে ফেরেন তিনি।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়