বড় ব্যবধানে শ্রীলঙ্কাকে হারাল দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকার ৪২৮ রানের পাহাড় দেখেও ঘাবড়ে যায়নি লঙ্কান ব্যাটাররা। পাল্টা জবাবের চেষ্টায় লড়াই করে ম্যাচ হেরেছে শ্রীলঙ্কা। দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে আজ শনিবার (৭ অক্টোবর) শ্রীলঙ্কাকে ১০২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে শুভসূচনা করেছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের দেয়া রেকর্ড ৪২৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে লড়াই করেও শেষপর্যন্ত ৪৪.৫ ওভারে ৩২৬ রানে গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস। চারিথ আসালাঙ্কা সর্বোচ্চ ৭৯ রান করেন। প্রোটিয়াদের হয়ে কোয়েতজে ৩টি উইকেট শিকার করেন। এর আগে ব্যাট করতে নেমে ৪২৮ রানের রেকর্ড সংগ্রহ দাঁড় করায় প্রোটিয়ারা। দলের হয়ে কুইন্টন ডি কক, রাসি ফন ডার ডুসেন ও এইডেন মার্কাম তিন অঙ্কের কোটা স্পর্শ করেন। যার মধ্যে মার্কামের ৪৯ বলের সেঞ্চুরিটি বিশ^কাপের ইতিহাসে দ্রুততম।

অরুন জেটলি স্টেডিয়ামের উদ্বোধনী ম্যাচে ৪২৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ধাক্কা খায় লঙ্কানরা। মার্কো জানসেনের বলে সরাসরি বোল্ড হয়ে কোন রান না করেই ফেরেন পাথুম নিশাঙ্কা। নিয়মিত উইকেট হারাতে থাকলেও রানের চাকা সচল রাখে লঙ্কানরা। ৪২ বলে ৪টি চার ও ৮ ছয়ে ৭৬ রান করে রাবাদার বলে ফেরেন কুশাল মেন্ডিস। পরের ওভারেই কোয়েটজের বলে জানসেনের হাতে ক্যাচ দিয়ে বসেন সাধিরা সামারাবিক্রমাও। পাঁচে নামা চারিথ আসালঙ্কা করেন ৬৫ বলে ৭৯ রান। সাতে নামা অধিনায়ক দাসুন শানাকা এক প্রান্তে লড়াই চালিয়ে গেলেও তা পাহাড়সম লক্ষ্যের সামনে যথেষ্ট ছিল না। শানাকা ৬২ বলে ৬ চার ও ৩ ছয়ে ৬৮ রান করেন। লঙ্কানরা গুটিয়ে যায় ৩২৬ রানে।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই অধিনায়ক টেম্বা বাভুমাকে হারায় প্রোটিয়ারা। তবে তিনে নামা ফন ডার ডুসেনের সঙ্গে জুটি গড়ে দ্রুত রান তুলতে থাকে প্রোটিয়ারা। ডুসেনের সঙ্গে ২০৪ রানের পার্টনারশিপের পর ৩০.৪ ওভারে মাথিশা পাথিরানার বলে ধনাঞ্জয়া ডি সিলভার হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ৮৪ বলে ১২ চার ও ৩ ছয়ে ঠিক ১০০ রান করেন ডি কক। এটি তার ক্যারিয়ারের ১৮তম সেঞ্চুরি। এরপর মার্কামের সঙ্গে ৫০ রানের জুটি গড়ে নিজের পঞ্চম সেঞ্চুরি তুলে নেন ডুসেনও। ১১০ বলে ১৩ চার ও ২ ছয়ে ১০৮ রান করে ভেল্লালাগের বলে সাজঘরে ফেরেন তিনি।
এই বিভাগের আরও খবর
অ্যান্টিগার ‘সেই বিভীষিকা’ মাথায় নিয়ে খেলতে নামছে টাইগাররা

অ্যান্টিগার ‘সেই বিভীষিকা’ মাথায় নিয়ে খেলতে নামছে টাইগাররা

জাগোনিউজ২৪
মার্তিনেজের গোলে জয়ে ফিরল আর্জেন্টিনা

মার্তিনেজের গোলে জয়ে ফিরল আর্জেন্টিনা

দৈনিক ইত্তেফাক
তীরের গোলে তরী পার স্পেনের

তীরের গোলে তরী পার স্পেনের

ভোরের কাগজ
অ্যান্টিগায় প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় হাসান মুরাদ

অ্যান্টিগায় প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় হাসান মুরাদ

বণিক বার্তা
সীমিত সংস্করণে ফুল এনার্জি দিতেই টেস্টকে বিদায় ইমরুলের

সীমিত সংস্করণে ফুল এনার্জি দিতেই টেস্টকে বিদায় ইমরুলের

কালের কণ্ঠ
বিসিবি এখন জোড়াতালি দিয়ে চলছে : ক্রীড়া উপদেষ্টা

বিসিবি এখন জোড়াতালি দিয়ে চলছে : ক্রীড়া উপদেষ্টা

জনকণ্ঠ
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া