ভাগ্যে পাওয়া জয়ে বার্সা–অধ্যায় শুরু জাভির

নাহ্‌, বার্সেলোনার ভক্তরা যেমনটা আশা করেছিলেন, তেমন ভালো ফুটবল খেলতে পারেননি ডিপাই-বুসকেতসরা। জাভির অধীন প্রথম ম্যাচেই দেখা যায়নি চোখধাঁধানো টিকিটাকার ঝলক বা প্রেসিং ফুটবলের চমক। এতে অবশ্য সমস্যা হয়নি। কোচ জাভির প্রথম ম্যাচে জয় নিয়েই মাঠ ছেড়েছে কাতালানরা।

নগরপ্রতিদ্বন্দ্বী এসপানিওলকে ১-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। ম্যাচের একমাত্র গোলটা এসেছে ডাচ্‌ স্ট্রাইকার মেম্ফিস ডিপাইয়ের নেওয়া পেনাল্টি থেকে।

ম্যাচের আগেই জাভি ঘোষণা দিয়েছিলেন, একাদশে চমক থাকবে। সে চমক থাকলও। আক্রমণভাগে মেম্ফিস আর গাভির পাশে মূল একাদশে জাভি নামিয়ে দিলেন ১৭ বছর বয়সী আনকোরা স্প্যানিশ ফরোয়ার্ড ইলিয়াস আখোমাশ চাকুরকে। পেদ্রির চোটের সুবাদে মাঝমাঠে বুসকেতস আর ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের সঙ্গী ছিলেন নিকো গঞ্জালেস, ফিলিপ কুতিনিওকে একাদশে রাখেননি জাভি। ওদিকে রক্ষণে অভিজ্ঞ জেরার্ড পিকের সঙ্গী ছিলেন এরিক গার্সিয়া, দুই ফুলব্যাক হিসেবে ছিলেন অস্কার মিঙ্গেসা ও জর্দি আলবা।

ম্যাচের তিন মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল বার্সেলোনা। কিন্তু বক্সের বাইরে থেকে করা ডিপাইয়ের ভলি আটকে দেন এসপানিওলের গোলকিপার দিয়েগো লোপেজ। ১৩ মিনিটেই নিজের অভিষেক ম্যাচ রাঙানোর সুযোগ পেয়েছিলেন ইলিয়াস। গাভির পাসটা ঠিকঠাক পায়ে লাগাতে পারলেই গোল পেয়ে যেতেন এই তরুণ, কিন্তু সে শট লক্ষ্যভ্রষ্ট হয়।

৩০ মিনিটে নিকো গঞ্জালেসের সহায়তায় বুসকেতসের গোলমুখী শট দুর্দান্তভাবে আটকে দেন লোপেজ। ৩৩ মিনিটে গাভির দূরপাল্লার শট হয়েছে লক্ষ্যভ্রষ্ট। গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। বক্সের মধ্যে বিপজ্জনকভাবে ঢুকে যাওয়া মেম্ফিসের পা থেকে বল কেড়ে নেওয়ার জন্য স্লাইডিং ট্যাকল করেন এসপানিওলের উরুগুইয়ান ডিফেন্ডার লিয়ান্দ্রো কাবরেরা। আপাতদৃষ্টিতে কাবরেরা বলের নাগাল ঠিকঠাক পেয়েছেন বলে মনে হলেও কাবরেরার ট্যাকল আর এগিয়ে আসা গোলকিপার লোপেজের কারণে পড়ে যান মেম্ফিস। 

পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কাবরেরা যেহেতু বলের নাগাল পেয়েছিলেন, সেহেতু এই পেনাল্টি নিয়ে ম্যাচের পর থেকেই তুমুল বিতর্ক চলছে। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন মেম্ফিস। তেমন কিছু করতে পারছিলেন না, তাই তরুণ ইলিয়াসের জায়গায় আরেক তরুণ উইঙ্গার আবদে এজালজুয়িকে এর মধ্যেই মাঠে নামিয়ে ফেলেছিলেন জাভি।

গোল করার সুযোগ পেয়েছিল এসপানিওলও। তাঁদের দুটি শট পোস্টে লাগে। ভাগ্যের এই ছোঁয়াটা না পেলে হয়তো বার্সার কোচ হিসেবে প্রথম ম্যাচে হার নিয়েই মাঠ ছাড়তে হতো জাভিকে!
এই বিভাগের আরও খবর
অ্যান্টিগার ‘সেই বিভীষিকা’ মাথায় নিয়ে খেলতে নামছে টাইগাররা

অ্যান্টিগার ‘সেই বিভীষিকা’ মাথায় নিয়ে খেলতে নামছে টাইগাররা

জাগোনিউজ২৪
মার্তিনেজের গোলে জয়ে ফিরল আর্জেন্টিনা

মার্তিনেজের গোলে জয়ে ফিরল আর্জেন্টিনা

দৈনিক ইত্তেফাক
তীরের গোলে তরী পার স্পেনের

তীরের গোলে তরী পার স্পেনের

ভোরের কাগজ
অ্যান্টিগায় প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় হাসান মুরাদ

অ্যান্টিগায় প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় হাসান মুরাদ

বণিক বার্তা
সীমিত সংস্করণে ফুল এনার্জি দিতেই টেস্টকে বিদায় ইমরুলের

সীমিত সংস্করণে ফুল এনার্জি দিতেই টেস্টকে বিদায় ইমরুলের

কালের কণ্ঠ
বিসিবি এখন জোড়াতালি দিয়ে চলছে : ক্রীড়া উপদেষ্টা

বিসিবি এখন জোড়াতালি দিয়ে চলছে : ক্রীড়া উপদেষ্টা

জনকণ্ঠ
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া