বিরাট কোহলিকে সরিয়ে ভারতের নতুন ওয়ানডে অধিনায়ক করা হয়েছে ডানহাতি ওপেনার রোহিত শর্মাকে। কিন্তু হ্যামস্ট্রিং ইনজুরির কারণে অধিনায়কত্ব পাওয়ার পর প্রথম সিরিজটিই খেলা হবে না রোহিতের। তার জায়গায় এখন অধিনায়কত্ব করবেন আরেক ওপেনার লোকেশ রাহুল।
দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে সিরিজের জন্য ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যেখানে উইকেটরক্ষক ব্যাটার রাহুলের সহকারী অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তারকা পেসার জাসপ্রিত বুমরাহকে। চার বছর পর ওয়ানডেতে ফেরানো হয়েছে তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে।
ভারতের প্রধান নির্বাচক চেতন শর্মা জানিয়েছেন, পরপর দুই বছরে দুইটি বিশ্বকাপ থাকায় রোহিতের ইনজুরির ব্যাপারে কোনো ঝুঁকি নিতে চাইছেন না তারা। তাই রোহিতকে ছাড়াই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে স্কোয়াড ঘোষণা করা হয়েছে। যাতে এ সময়টায় পুনর্বাসনে মন দিতে পারেন রোহিত।
এদিকে ২০১৭ সালে সবশেষ ওয়ানডে খেলা অশ্বিনকে নেওয়া হয়েছে দলে। তবে ২০২১ সালের শুরুতে টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছিলেন তিনি। ওয়ানডে স্কোয়াডে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন ভেংকটেশ আইয়ার। হার্দিক পান্ডিয়ার শূন্যস্থানে অভিষেক হয়ে যেতে পারে কলকাতা নাইট রাইডার্সের এ অলরাউন্ডারের।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের ওয়ানডে স্কোয়াড
লোকেশ রাহুল (অধিনায়ক), শিখর ধাওয়ান, রুতুরাজ গাইকদ, বিরাট কোহলি, সুর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, ভেংকটেশ আইয়ার, রিশাভ পান্ত (উইকেটরক্ষক), ইশান কিশান (উইকেটরক্ষক), ইয়ুজভেন্দ্র চাহাল, রবিচন্দ্রন অশ্বিন, ওয়াশিংটন সুন্দর, জাসপ্রিত বুমরাহ (উইকেটরক্ষক), ভুবনেশ্বর কুমার, দ্বীপক চাহার, প্রাসিধ কৃষ্ণা, শার্দুল ঠাকুর ও মোহাম্মদ সিরাজ।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়