আইসিসি নারী বিশ্বকাপে মঙ্গলবার ভারতের বিপক্ষে ১১০ রানে হেরেছে টাইগ্রেসরা। ভারতের ২২৯ রানের জবাবে খেলতে নেমে ৪০.৩ ওভারে ১১৯ রানে গুটিয়ে যায় নিগার সুলতানা বাহিনীর ইনিংস। মঙ্গলবার (২২ মার্চ) ভারতের বিপক্ষে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নিগার সুলতানা জ্যোতি বাহিনী। ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে লাল-সবুজে প্রতিনিধিরা চাপে পড়ে গেলে ষষ্ঠ উইকেটে হাল ধরেন সালমা খাতুন। সাবেক এই টাইগ্রেস অধিনায়কের ব্যাটিং দৃঢ়তায় ১০০ পার করতে সমর্থ হয় বাংলাদেশ।
মোরশেদাকে নিয়ে ইনিংস গোড়াপত্তন করতে নামেন শারমিন আক্তার। দলীয় ১২ রানের মাথায় শারমিন আক্তারের উইকেট হারায় লাল-সবুজে প্রতিনিধিরা। ওপেনার শারমিন ১৭ বল মোকাবেলা করে ৫ রান করেন। দলের নির্ভরযোগ্য ব্যাটার ফারজানা হক পিংকি এই বিশ্বকাপে দুটো হাফ সেঞ্চুরি হাঁকালেও আজ ভারতের বিপক্ষে রানের খাতা খুলতে পারেননি তিনি। দলীয় ২৮ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। এ সময় নিগার সুলতানা ১২ বল মোকাবেলা করে ৩ রানে আউট হন। দীর্ঘক্ষন ক্রিজে থেকে ৫৪ মোকাবেলা করে ১৯ রানে আউট হন মুর্শিদা। ৩৫ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। রোমানা ২ রান করে আউট হলে চাপে পড়ে যায় টাইগ্রেসরা।
দলের চরম বিপদে ৩৫ থেকে ৩২ রান করে আউট হন সালমা খাতুন। অবশিষ্ট ব্যাটারদের চেষ্টায় শেষ পর্যন্ত ১১৯ রান করতে সমর্থ হন সালমা- ফারজানারা। ভারতের বিপক্ষে হারার ফলে ৫ ম্যাচ শেষে নিগার সুলতানা দের সংগ্রহ মাত্র ২ পয়েন্ট। ৫ ম্যাচ শেষে পাকিস্তানের পয়েন্টও ২। আট দলের পয়েন্ট টেবিলে বাংলাদেশ রয়েছে অষ্টম স্থানে। আজ বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালের সম্ভাবনা উজ্জ্বল করলো ভারত। ৬ ম্যাচ শেষে মিতালি রাজদের পয়েন্ট ৬। আজ নিউজিল্যান্ড ইন্সিডেন্ট পার্কে বাংলাদেশের ইনিংসের ধ্বস নামান রানা। এই ভারতীয় বোলার ৩৪ রানে তুলে নেন ৪ উইকেট।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়