'লঙ্কা জয়' করে ভারতে এসে আত্মবিশ্বাসী রুটবাহিনী। ইংল্যান্ড অলরাউন্ডার জোফরা আর্চার ভারতে ভালো পিচ পাওয়ার ব্যাপারে আশাবাদী। আর সেই পিচে ভারতীয় স্পিনারদের ভালোভাবে সামলাতে পারবেন ইংল্যান্ড ব্যাটসম্যানরা। শুধু তাই নয়, ভারতে সিরিজ জয়ের ব্যাপারেও আশাবাদী এই ইংল্যান্ড পেসার।
ইংল্যান্ডের বিরুদ্ধে চার টেস্টের সিরিজ শুরু হচ্ছে আগামী ৫ ফেব্রুয়ারি। সিরিজের প্রথম দু’টি টেস্ট হবে চিপকে। ইতোমধ্যেই দুই দল চেন্নাই পৌঁছেছে। শ্রীলঙ্কা সফর শেষ করে ভারতে এসেছে জো রুটেরা। লঙ্কার বিরুদ্ধে দুই টেস্টে সিরিজ ২-০ জিতেছে ইংল্যান্ড। ভারতের বিরুদ্ধে সিরিজ একপেশে হবে না বলে মনে করেন আর্চার। ইংল্যান্ড দলেও ভালো স্পিনার রয়েছে বলেও জানান তিনি।
আর্চার বলেন, আইপিএলে আমি এখানে অনেক ম্যাচ খেলেছি। যদিও সেটা প্রথম শ্রেণির ক্রিকেট নয়। কারণ লাল বলের চ্যালেঞ্জটা অন্য। তবে ডেড পিচ হলে বোলারদের কিছু করার থাকে না। আশা করি, সিরিজে ভালো পিচ হবে। যেখানে গতিও থাকবে আর টার্নও হবে। এমন পিচ হলে, ম্যাচ এক পেশে হবে না। আমাদের দলেও ভালো স্পিনার রয়েছে। সুতরাং ভারতীয় স্পিনাররা আমাদের আউট-স্পিন করতে পারবে না।
এই বিভাগের আরও খবর
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়